সাগর-রুনি হত্যাকাণ্ড
৪ সেপ্টেম্বর ২০১২‘বাংলাদেশে সম্ভব নয় বলেই সাগর-রুনি হত্যাকাণ্ডের আলামতের ডিএনএ পরীক্ষা যুক্তরাষ্ট্র থেকে করানো হচ্ছে' – সংবাদ মাধ্যমে এমন বক্তব্য দেন ব়্যাবের পরিচালক কমান্ডার এম সোহায়েল গত সপ্তাহে৷ আর সোমবার এক সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান বাংলাদেশের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির প্রধান অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান৷ তিনি বলেন, ব়্যাব তাদের সঙ্গে যোগাযোগ করলে আগেই তারা আলামতের ডিএনএ পরীক্ষা করে দিতে পারতেন৷ এই পরীক্ষা বাংলাদেশেই সম্ভব৷ তিনি জানান, ২০০৬ সালে ল্যাব প্রতিষ্ঠার পর থেকে তারা এপর্যন্ত ৬ হাজারেরও বেশি নমুনার ডিএনএ পরীক্ষা করছেন৷ এর মধ্যে বিডিআর বিদ্রোহে নিহত ৪ সেনা কর্মকর্তাসহ অনেক চাঞ্চল্যকর মামলা রয়েছে৷
তিনি জানান, বাংলাদেশের ডিএনএ ল্যাবটি বিশ্বমানের৷ ডেনমার্কের সহায়তায় এটি প্রতিষ্ঠিত হয়েছে৷ এখানকার জনবলও প্রশিক্ষিত৷ আর খরচও কম৷ প্রতিটি নমুনা পরীক্ষা করতে তারা ৫ হাজার টাকা নেন৷
তাহলে ব়্যাব বাংলাদেশকে বাদ দিয়ে কেন সাগর-রুনি হত্যাকাণ্ডের আলামতের ডিএনএ পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাল, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বলেন, ‘‘কেন পাঠিয়েছে তা ব়্যাবই ভাল বলতে পারবে৷ তাদের উদ্দেশ্য তারাই জানেন৷'' তবে বাংলাদেশে করালে সময় এবং খরচ দুটিই বাঁচত বলে জানান তিনি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন