1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু সম্মেলন

১৮ মে ২০১২

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বর্তমানে যেসব সমস্যার মুখোমুখি এবং পরিবেশগত হুমকি মোকাবিলায় সেখানে কি করণীয় - সে বিষয়ে, জার্মানির বন শহরে শুক্রবার শুরু হয়েছে এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন৷

https://p.dw.com/p/14xpe
ছবি: Ahm Abdul Hai

সম্মেলনে পরিবেশ ছাড়াও বাংলাদেশে জ্বালানির উৎস, প্রকৃতি ও সম্ভাবনা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা তুলে ধরেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞবৃন্দ৷ বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক, জার্মানি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ ইফেক্টস অ্যান্ড এনার্জি ডেভেলপমেন্ট অব বাংলাদেশ - আইসিসিইবি' নামের দুই দিন ব্যাপী এই সম্মেলন আয়োজন করে৷

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের মেটিওরোলোজি বিভাগে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্টদূত মসুদ মান্নান৷ সভাপতিত্ব করেন জার্মানির হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট'এর অধ্যাপক ড. ভোল্ফগাঙ্গ-পেটার সিংগেল৷ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণার নানা সম্ভাবনাময় দিক তুলে ধরেন বন বিশ্ববিদ্যালয়ের মেটিওরোলোজিক্যাল বিভাগের উচ্চতর গবেষক ড. ক্রিস্টিয়ান ওলভাইন৷ ‘আইসিসিইবি-২০১২' এর লক্ষ্য-উদ্দেশ্য এবং ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ইতিবাচক ধারাবাহিকতার কথা তুলে ধরেন ‘আইসিসিইবি-২০১২'-এর সাধারণ সম্পাদক ড. মাজহারুল এম ইসলাম রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইনজা থিয়েলে আইচ৷

Titel 2018 : Mosud Mannan Botschafter Bangladesch redet in ICCEB 2012 in Bonn Bildunterschrift: Botschafter aus Bangladesch Herr Mosud Mannan redet in ICCEB 2012 in Bonn Text:  Bangladeschiche Botschaftler Herr Mosud Mannan redet in ICCEB 2012 in Bonn Datum: 18.05.2012 Eigentumsrecht: A H M Abdul Hai, Freelance Editor, Bengali Redaktion, Deutsche Welle Stichwort: , Bangladesch, Bangladesh, ICCEB, 2012, Mosud, Mannan, Bonn
মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নানছবি: Ahm Abdul Hai

প্রধান অতিথির বক্তৃতায় মান্যবর রাষ্ট্রদূত মসুদ মান্নান বলেন, ‘‘অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ৷ ইতিমধ্যে কৃষি, শিল্প, বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে বাংলাদেশের প্রতিভাবান জনগোষ্ঠী কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের প্রিয় মাতৃভূমিকে হুমকির দিকে ঠেলে দিয়েছে৷ এর হাত থেকে বাঁচতে করণীয় বিষয়ে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷''

স্বাগত বক্তৃতায় ড. মাজহারুল বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের ফলে যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, যেসব স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য ঝুঁকি তৈরি হচ্ছে এবং পরিবর্তিত পরিবেশে কী ধরণের উন্নয়ন কৌশল বাংলাদেশে গ্রহণ করা উচিত সেসব বিষয় উঠে আসছে এই সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধে৷''

Wolfgang-Peter Zingel Präsident ICCEB
প্রেসিডেন্ট ভল্ফগ্যাং পেটার সিংগেলছবি: Ahm Abdul Hai

এছাড়া এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের জ্বালানি ইস্যুর উপর৷ বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা মেটাতে ফসিল অর্থাৎ কয়লা ও গ্যাস থেকে উৎপন্ন জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে কীভাবে সৌর শক্তি, বায়ু চালিত বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনের দিকে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে৷

দুই দিনের বন সম্মেলনে ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ যে সব নদী রয়েছে সেগুলোতে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে কী ধরণের ক্ষতি হবে এ বিষয়েও গবেষণার ফলাফল তুলে ধরা হয়৷

সম্মেলনের প্রথম দিন ‘ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব' বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন৷ ‘বাংলাদেশের বড় বড় নদীগুলোতে বন্যা পরিস্থিতির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব' বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ইনজা থিলে আইচ৷ ‘জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশের নগর অবকাঠামো - লক্ষিত জনগোষ্ঠীর আচরণ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বন বিশ্ববিদ্যালয়ের গবেষক সুজিত কুমার সরকার৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য