বাংলাদেশের যত টক শো
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নিয়ে আলোচনায় প্রথমেই চলে আসে ‘টক-শো’ র কথা৷ দেশের সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি টেলিভিশন টক-শো’র কথা জানুন ছবিঘর থেকে৷
তৃতীয় মাত্রা, চ্যানেল আই
বাংলাদেশের সবচেয়ে পুরনো জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রা৷চ্যানেল আই-এর এই টক শো-টি প্রথম প্রচারিত হয় ২০০৩ সালের ১৭ই জুলাই৷ বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৯টা ৪৫ মিনিটে এবং রাত ১টায় প্রচারিত হয় এটি৷ অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন জিল্লুর রহমান৷ ‘তৃতীয় মাত্রা’ মূলত রাজনীতি নির্ভর আলোচনা অনুষ্ঠান হলেও এটিতে সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়৷
একাত্তর জার্নাল, একাত্তর টিভি
প্রতিদিনের সংবাদের বিশ্লেষণ নিয়ে একাত্তর টেলিভিশনের জনপ্রিয় টক শো ‘একাত্তর জার্নাল’৷ মিথিলা ফারজানা ছাড়াও অনেক জ্যেষ্ঠ সাংবাদিককেই অনুষ্ঠানটির উপস্থাপনায় দেখা যায়৷
আজকের বাংলাদেশ, ইনডিপেনডেন্ট
রবিবার থেকে বৃহস্পতিবার প্রতি রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত হয় টক শো ‘আজকের বাংলাদেশ’৷ রাত ১১ টায় সরাসরি প্রচারিত এই টক শো উপস্থাপনা করেন চ্যানেলটির বার্তা প্রধান খালেদ মুহিউদ্দীন৷
‘রাজকাহন - নবনীতা চৌধুরীর সাথে’
ডিবিসি নিউজ চ্যানেলে নবনীতা চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় রবি থেকে বৃহস্পতিবার রাত ১০টায়৷ ২০১৬ সালের ২১শে সেপ্টেম্বর পথচলা শুরু হয় এই টক শো’র৷ রাজনীতির সাম্প্রতিক ইস্যুগুলোই মূলত আলোচিত হয় এতে৷
‘মুখোমুখি’
চ্যানেল 24-এর নিয়মিত টক শো ‘মুখোমুখি’৷ সপ্তাহে ৪ দিন রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলা অনুষ্ঠানটিতে সম-সাময়িক ইস্যু থাকে৷ রাজনীতি, অর্থনীতি, অপরাধ ও সামাজিক নানা বিষয় নিয়ে মুখোমুখি আলোচনা হয় অতিথির সাথে৷ ফেসবুক পেজেও লাইভ হয় অনুষ্ঠানটি৷ সিনিয়র রিপোর্টাররাই মূলত এর সঞ্চালক৷
২৪ ঘণ্টা, যমুনা টিভি
প্রথম প্রচার ৬ এপ্রিল ২০১৪৷ প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হয় এটি৷ এ অনুষ্ঠানের আলোচনাও প্রধানত রাজনীতিকেন্দ্রিক৷ এছাড়া জন-ভোগান্তি, অর্থনীতি, সামাজিক অসঙ্গতি, অপরাধ ইত্যাদি দিনের আলোচিত বিষয় নিয়েও আলোচনা হয় এখানে৷ প্রথম উপস্থাপনা করেছিলেন কাজী জেসিন৷ বর্তমানে মীর আহসান এবং মাহফুজ মিশু অনুষ্ঠানটির উপস্থাপক৷
বিয়ন্ড দ্য গ্যালারি, চ্যানেল 24
চ্যানেল 24-এ এই স্পোর্টস টক শো-টি শুরু হয় ২০১২ সালে৷ উপস্থাপনা করেন রেজওয়ান উজ জামান৷ শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহে ৫ দিন প্রচারিত হয় এটি দুপুর ১২টা ২০ মিনিটে৷
জনতন্ত্র গণতন্ত্র
নিউজ টোয়েন্টিফোর-এর এই টক শো-টি প্রথম প্রচারিত হয় ২৮শে জুলাই ২০১৬-তে৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামিয়া রহমান এবং রোবায়েত ফেরদৌস৷ প্রতিদিন রাত ৮টায় প্রচারিত হয় অনুষ্ঠানটি৷ সমসাময়িক রাজনীতি এই টক শো’র আলোচ্য বিষয়৷
কেমন বাংলাদেশ চাই, আরটিভি
আরটিভি’র এ অনুষ্ঠানটিতে মূলত সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়৷ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন সৈয়দ আশিক রহমান৷ প্রতি সোমবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হয় এটি৷
আমার আমি, বাংলাভিশন
‘আমার আমি’ অনুষ্ঠানটি বাংলাভিশনের যাত্রার শুরু থেকেই চলে আসছে৷ এটি একটি জনপ্রিয় সেলিব্রেটি টক শো৷ তারকাদের অনেক অজানা কথা উঠে আসে এই অনুষ্ঠানে৷ অনুষ্ঠানটি অপি করিমের উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয়তা পায়৷ এরপর মুনমুন, নওশীন এবং বর্তমানে রাফিয়া রশীদ মিথিলা অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন৷ প্রতি শনিবার রাত ৯টা ৫মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হয়৷