বাংলাদেশের যে প্রতিবেদনগুলো আলোচনার ঝড় তুলেছিল
৩১ ডিসেম্বর ২০১৪‘ধর্ষণে মেয়েদের দায় বেশি' দাবি বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তার!
বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা মার্কিন ভাইস নিউজের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘মেয়েরা যদি আরেকটু পর্দানশিন হন, বেপরোয়াভাবে চলাফেরা না করেন তাহলে ধর্ষণের পরিমান কমে আসবে৷'' তিনি ধর্ষণের জন্য বখাটেদের চেয়ে নারীদের দায়ী করেন বেশি৷ আইনের রক্ষকের এই মন্তব্য অনেকেই মেনে নিতে পারেন৷ ফেসবুক এবং টুইটারে অগুনতি মানুষ প্রতিবেদনটি শেয়ার করেছেন৷
‘সাকিবের বৌকে বোরকা পরানোর ক্যাচক্যাচানি...'
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য বছরটা বোধ হয় খুব একটা সুবিধার ছিল না৷ কথিত ‘বাজে আচরণের' জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি৷ তাঁর স্ত্রী শিশিরের এক ছবির জন্যও সমালোচনার শিকার হন তিনি৷ জুন মাসে এই নিয়ে আমাদের ওয়েবসাইটে তৈরি এক ব্লগওয়াচ অনেক মানুষ পড়েছেন৷
২০১৪ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করে জার্মানি৷ তবে জার্মানির বড় সমর্থক বলতে শুধু জার্মানদের ভাবলে ভুল করা হবে৷ বাংলাদেশের মাগুরার কৃষক আমজাদ হোসেন জার্মান ফুটবল দলের জন্য সমর্থন আদায়ের উদ্দেশ্যে বিশ্বের সবচেয়ে বড় জার্মান পতাকা তৈরি করেছেন৷ ডয়চে ভেলেসহ বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশের পর ঢাকাস্থ জার্মান দূতাবাস আমজাদকে বিশেষ সম্মাননা দিয়েছেন৷ জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যও করা হয়েছে তাঁকে৷
আলোচনা, সমালোচনায় নায়লা নাঈম
খোলামেলা পোশাক আর আবেদনময়ী অঙ্গভঙ্গির ছবির জন্য মাঝে মাঝেই সমালোচনার শিকার হন নায়লা নাঈম৷ তবে এ সব ছবি পছন্দও করেন অনেক মানুষ৷ গুগলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে সবচেয়ে বেশি যে বাংলাদেশিকে বাংলাদেশ থেকে সার্চ করা হয়েছে, তিনি নায়লা নাঈম৷ উঠতি এই মডেলের কর্মকাণ্ড নিয়ে ডয়চে ভেলের এক বিশেষ প্রতিবেদন পড়েছেন অনেক মানুষ৷
গরু মোটাতাজাকরণ বড়ি ‘ওরাডেক্সন' বাধ্য হয়ে গ্রহণ করেন বাংলাদেশের যৌনকর্মীরা৷ এতে করে তাদের শরীর আরো আকর্ষণীয় হয় বলেই বিশ্বাস তাদের নিয়ন্ত্রকদের৷ তবে এ সব বড়ির পার্শ্বপ্রতিক্রিয়াও ভয়াবহ৷ ডয়চে ভেলের এ সংক্রান্ত এক প্রতিবেদন অনেক পাঠক পছন্দ করেছেন৷
বাংলাদেশে বিবাহবিচ্ছেদ কেন বাড়ছে?
বাংলাদেশের শহরাঞ্চলে বিবাহবিচ্ছেদের হার ক্রমশ বাড়ছে৷ একাধিক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে মাত্র তিন বছরে ঢাকা শহরে তালাকের পরিমান বেড়েছে প্রায় পাঁচগুণ৷ কেন এই প্রবনতা? উত্তর খুঁজেছেন আমাদের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন৷ তাঁর লেখা ব্লগটি ফেসবুকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷
বাংলাদেশের সবচেয়ে পুরনো যৌনপল্লি বন্ধ
টাঙ্গাইলের কান্দাপাড়ায় ছিল বাংলাদেশের সবচেয়ে পুরনো যৌনপল্লির অবস্থান৷ ৭৫০ জনের বেশি যৌনকর্মী থাকতেন সেখানে৷ দু'শ বছরের পুরনো এই পল্লিটি জুলাই মাসে বন্ধ হয়ে যায়৷ পুলিশ তখন জানায়, কান্দাপাড়ার বাড়িঘরের মালিকরা যৌনকর্মীদের বের করে দেন৷ এরপর সেটি বন্ধ করে দেয়া হয়৷ স্থানীয় ইসলামপন্থিদের চাপেই এটা করা হয়েছিল বলে জানিয়েছে বার্তাংস্থা এএফপি৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ