বাংলাদেশের সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে: ড.জাকারিয়া
২৯ জুলাই ২০১১বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল জার্মানির বন শহরে৷ ২১ থেকে ২৩শে জুলাই বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা নানা মতামত, প্রস্তাব ও ভবিষ্যৎ দিশায় অগ্রগতির পথ সম্পর্কে আলোচনা করলেন৷ সম্মেলনের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ড.ভল্ফগাং পেটার সিঙেল, কোলোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হার্টমুট বেয়ারভল্ফ, বন বিশ্ববিদ্যালয়ের ড.মাজহারুল এম ইসলাম এবং অধ্যাপক ড.গোলাম আবু জাকারিয়া৷
আইসিসিইবি সম্মেলনের সহ সভাপতি অধ্যাপক জাকারিয়া সম্মেলনের মূল্যায়ন করতে বললেন, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের একই মঞ্চে নিয়ে আসাই ছিল বিশাল এক কাজ৷ এর ফলাফল বাংলাদেশের প্রয়োজনে আসতে পারে, এই আশাতেই এত বড় এক উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রথম সম্মেলনেই বিপুল সাড়া পেয়ে উদ্যোক্তারা বেশ উৎসাহ বোধ করছেন৷ দুই বছর পর পর এই সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে৷ সরকার ও অন্যান্যদের এই উদ্যোগে আরও সম্পৃক্ত করতে আগামী সম্মেলন বাংলাদেশেই আয়োজন করা হবে৷
জার্মানিতে ‘বাংলাদেশ স্টাডি অ্যান্ড ডেভেলাপমেন্ট সেন্টার – বিএসইজেড' নামের এনজিও সারা বছর বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ উন্নয়নের বিষয়ে কাজ করছে৷ জার্মানিতেও বিশেষজ্ঞদের মধ্যে এক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সহানুভূতি রয়েছে৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক