ভয়ংকরভাবে নারী বিদ্বেষী সমাজ
১৫ ডিসেম্বর ২০১৫যেহেতু আমাদের সমাজের যাবতীয় সকল রীতিনীতির উপর ধর্মের প্রভাব মাত্রাতিরিক্ত, তাই এখানে সকল প্রথা বানানো হয়েছে ধর্মে নারীকে নিয়ে কী বলা হয়েছে, তার উপর ভিত্তি করে৷ সমাজে নারীর অধিকার নিশ্চিত করার জন্য যত আন্দোলন হয়, তার চেয়ে দ্বিগুণ বেগে ধর্ম আর সমাজ তেড়ে এসে নারীকে রাখতে চায় অবরুদ্ধ৷ সমাজের আলেমদাররা বড় গলায় বলে বেড়ায় বাংলাদেশে যেহেতু ইসলাম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ, সেহেতু এখানে নারীদের চলতে হবে ইসলামের নিয়ম মেনে৷ কিন্তু পুরুষদের বেলায় কোনো বাঁধা নেই৷ কোনো নিয়ম নেই৷ আরও হাস্যকর লাগে, যখন তাঁরা বলেন ইসলাম অনুযায়ী চললে নারী থাকবে সর্বোচ্চ মর্যাদা নিয়ে৷ অথচ সর্বোচ্চ মর্যাদা বলতে ধর্ম বোঝায় নারী থাকবে পুরুষের নীচে৷ ধর্মগ্রন্থে এমন অনেক উদাহরণ পাওয়া যায় যেখানে স্পষ্ট চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে যে, ‘নারী তুমি পুরুষের অধীন'৷
ধর্মগ্রন্থের কোথাও আমরা এমন কোনো বর্ণনা পাই না যেখানে নারীকে পুরুষের সমান মর্যাদা বা অধিকার দেওয়া হয়েছে৷ কোথাও বলা হয়নি, নারীও চারটি বিয়ে করতে পারবে, রাখতে পারবে অসংখ্য দাস, বেহেস্তে নারীদের জন্য থাকবে সকল ধরনের প্রমোদের ব্যবস্থা – যা একজন পুরুষের জন্য বরাদ্দ৷ নারী দেখলে পুরুষ উত্তেজিতবোধ করে৷ সেজন্য নারীকে থাকতে হবে পর্দার আড়ালে৷ অথচ যার সমস্যা, যার উত্তেজনা জাগে, তাকেই তো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত৷ তাই না?
সর্বোচ্চ মর্যাদা আসলেই দেয়া হতো যদি নারীকেও দেয়া হতো স্বামীকে শাসন করার অধিকার, প্রয়োজনে স্বামীকে মারধোর করার অধিকার৷ ঠিক যেভাবে স্বামীদের স্ত্রীকে প্রহার করার অধিকার দিয়েছে ধর্মগ্রন্থ৷ একজন পুরুষ সম্পত্তিতে যতটুক লাভ করবে, ঠিক ততটাই একজন নারীও পাবে৷ অর্থাৎ সমানভাবে৷ অথবা যদি বলা হতো একজন নারীর সাক্ষ্য ঠিক ততটুকু গুরুত্ব, যতটুকু একজন পুরুষের সাক্ষ্য৷ কিন্তু এমন সমতার উদাহরণ কোনো ধর্মগ্রন্থে নেই৷ সব গ্রন্থেই একইভাবে নারীকে বঞ্চিত করা হয়েছে তার প্রাপ্য সকল অধিকার থেকে, রাখা হয়েছে পর্দা এবং ঘরের কোণে৷
সমাজে নারীরা পিছিয়ে৷ কারণ সমাজব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে, নারী মাত্রই দুর্বল, শোষণযোগ্য, নীচ৷ আবদুল্লাহ বিন ওমরের বর্ণনামতে নবী বলেছেন, ‘‘তিনটি জিনিস অশুভ – নারী, বাড়ি এবং ঘোড়া৷'' লোক দেখানো মর্যাদা দিয়ে নারীকে তুলনা করা হয়েছে সকল অশুভ শক্তির সাথে৷ ধর্মের এমন বিপরীতমুখী ব্যাখ্যা মানুষকে ভাবতে শিখিয়েছে যে, নারী মাত্রই ভোগের বস্তু৷ নারী মাত্রই পুরুষের সম্পত্তি৷ পুরুষ তাকে যেমন খুশি তেমন ব্যবহার করবে৷ আর এত সব অন্তরায়ের মধ্যে নারী দিন দিন ভীত হচ্ছে৷ সে পড়ালেখা করে ঘরে বসে থাকছে বা স্বামীর রান্নাঘরে উনুন ঠেলছে৷ কিন্তু বাইরে বের হয়ে কাজ করতে এদের মধ্যে কেউ কেউ ভয় পাচ্ছে৷ কারণ বাইরে তার জন্য অপেক্ষা করছে ভয়ংকর পরিস্থিতি৷ সে যে কাজ শেষে নিরাপদে বাসায় ফিরে আসবে, তার কোনো নিশ্চয়তা নেই৷ যে কোনো সময় তার উপর হামলে পড়তে পারে পুরুষ নামক নরখাদক৷
বর্তমান সময়ে সমাজ নারীকে বলছে বাইরে কাজ করতে, কিন্তু বাইরে যে আজও অসংখ্য বিপদ রয়েছে নারীর জন্য – সেই বিপদের কোনো সুরাহা সমাজ করছে না৷ কারণ সমাজ জানে, এই বিপদের ভয়ে নারী অন্তরমহলে ঢুকতে বাধ্য হবে৷ আর এতে নারীকে নিয়ন্ত্রণ করার বাসনা পূর্ণ হবে সমাজের৷
সমাজ বলে, নারীকে নাকি তারা স্বাধীনতা দিচ্ছে৷ নারীকে স্বাধীনতা দেয়ার সমাজ কে? পুরুষ কে? স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার৷ জন্ম থেকে যে স্বাধীনতা একজন পুরুষ ভোগ করে, সেই স্বাধীনতা একজন নারীও ভোগ করবে৷ কিন্তু সমাজ তার থেকে এই স্বাধীনতা জোর করে কেড়ে নিয়েছে এক রাশ রীতিনীতি, প্রথা আর সংস্কার চাপিয়ে৷
সমাজ ঘোষণা দিয়েছে নারীকে করতে হবে স্বামীর সেবা, লালন করতে হবে সন্তান৷ উদারতা দেখিয়ে আবার বলা হয়েছে যে, নারী চাইলে পড়ালেখা করে চাকরিও করতে পারে৷ কিন্তু বাস্তবে নারী চাইলেই তা পারে না৷ তাকে অনুমতি নিতে হয়৷ বিয়ের আগে পিতামাতার অনুমতি, বিয়ের পর স্বামী এবং শ্বশুর বাড়ির অনুমতি নিয়ে তবেই নারী বাইরে পা রাখতে পারে৷ তাছাড়া সে যদি বাইরে পা রাখেও, তাকে মেনে চলতে হয় হাজার নিয়ম৷
পুরুষতান্ত্রিক সমাজ বড্ড ধুরন্ধর৷ সে খুব চমৎকারভাবে সমাজে প্রচার করে যে, নারীকে তারা স্বাধীনতা দিয়েছে৷ কিন্তু নারীর জন্য তারা যে চিরাচরিত দায়িত্ব নির্ধারণ করে রেখেছে, সেই দায়িত্ব থেকে রেহাই দেয়নি৷ কোনো নারী যদি সমাজের সকল বাধাকে অতিক্রম করে উন্মুক্ত স্বাধীনতা উপভোগ করতে চায়, তবে আশেপাশের মানুষের কাছ থেকে আসে নানা অপবাদ, গঞ্জনা, অসম্মান৷ যে নারী চাকরির ক্ষেত্রে উচ্চপদে আসীন হয়, তাকে নিয়ে অত্যন্ত মুখরোচক গল্পের অবতারণা হয়৷ আড়ালে বলতে থাকে নিশ্চয়ই বসকে খুশি করে সে এই চাকরি পেয়েছে৷ খুশি অবশ্যই করতে পেরেছে, কিন্তু সেটি তার কাজ যোগ্যতা ও পরিশ্রম দিয়ে৷ কিন্তু সমাজ এই সোজা কথা বিশ্বাস করতে চায় না৷ বরং সেই সাহসী নারীকে কলঙ্কিত করতে পারলে সমাজের সাধ মেটে৷
এই একবিংশ শতাব্দীতেও নারীকে অবরুদ্ধ করার জন্য হেফাজতে ইসলামের মতো কট্টর ধর্মীয় সংগঠন দাবি তোলে নারীদের ক্লাস ফাইভের বেশি পড়তে না দিতে৷ নারীদের তুলনা করা হয় তেঁতুলের সাথে৷ এই সমাজে নারী স্বাধীনতা অত্যন্ত তীব্র সংগ্রামের ব্যাপার৷ এর জন্য প্রথমে নারীদের নিজেদের ভাবতে হবে যে, তাদের স্বাধীনতা একজন পুরুষের সমানুপাতিক৷ সে স্বাধীন আর এই স্বাধীনতা সে মানুষ হিসেবে জন্ম নেওয়ার সময়ই অর্জন করেছে৷ এবং সে স্বাধীনতা পুরুষতান্ত্রিক সমাজ তার থেকে ছিনিয়ে নিয়েছে৷ তাকে সে স্বাধীনতা পুনরদ্ধার করতে হবে, পুরুষ থেকে ভিক্ষে হিসেবে নয়৷
তারপরও নারী সাহস করে গুঁটি গুঁটি পায়ে সামনে এগোচ্ছে৷ কিছুদিন আগে এক নারী রিকশাচালক খুব দৃঢ়তা সাথে বলেছিলেন, ‘‘মানুষের কথায় কান দেই না, সমাজ কি খাওয়ায় নাকি?'' সত্যি তাই৷ তাই সমাজের নষ্ট শৃঙ্খল ভেঙে সামনে এগোতে হবে নারীদের৷
আপনি কি অনন্য আজাদের সঙ্গে একমত পোষণ করেন? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷