বাংলাদেশে আরো এক ‘ব্লগার' হত্যা
৩০ মার্চ ২০১৫পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ব্লগে লেখালেখির কারণে ওয়াশিকুরকে হত্যার কথা স্বীকার করেছে৷ ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়৷
তেজগাঁও এর বেগুনবাড়ির দীপিকার মোড় এলাকা থেকে সকাল ১০টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওয়াশিকুর মারা যান বলে জানিয়েছে পুলিশ৷ তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের গভীর আঘাত রয়েছে৷
ওয়াশিকুরকে কুপিয়ে পালানোর সময় পথচারীদের সহায়তায় জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করে পুলিশ৷ জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ছাত্র আর আরিফুল ইসলাম মিরপুর দারুস সালাম এলাকার দারুল উলুম মাদ্রাসার ছাত্র৷
হত্যাকাণ্ডের সময় তাদের সঙ্গে তাহের নামে আরেকজন ছিল৷ কিন্তু সে পালিয়ে যেতে সক্ষম হয়৷ হত্যাকাণ্ডের এলাকা থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে৷
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ‘‘রক্তাক্ত অবস্থায় উদ্ধারের সময় প্রথমে ওয়াশিকুরের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর ও তাঁর বাবার নাম জানা যায়৷''
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াশিকুরের চাচাতো ভাই হেলাল সাংবাদিকদের জানান, ওয়াশিকুরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে৷ তিনি দুবছর আগে তেজগাঁও কলেজ থেকে স্নাতক পাস করে মতিঝিলের ফারইস্ট এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি নেন৷ নিহতের পিতার নাম টিপু সুলতান৷ ওয়াশিকুর তেজগাঁও বেগুনবাড়ি দিপীকার মোড় এলাকায় থাকতেন৷
ফারইস্ট এভিয়েশনের মালিক কুতুব উদ্দিন চৌধুরী জানান, ওয়াশিকুর তাদের প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন৷
ব্লগে লেখালেখি কারণ?
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার কুমার সরকার ডয়চে ভেলেকে জানান, ‘‘আটক দুজন প্রাথমিকভাবে স্বীকার করেছে যে ব্লগে আপত্তিকর লেখালেখির কারণেই তারা ওয়াশিকুরকে হত্যা করেছে৷ চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বসেই তারা তাকে হত্যার পরিকল্পনা করে৷ সেই পরিকল্পনা অনুযায়ী তারা মোট তিনজন রবিবার ঢাকায় আসে৷'' আটকদের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান কুমার সরকার৷
এদিকে, ওয়াশিকুরের চাচাত ভাই হেলাল বলেছেন, ‘‘ওয়াশিকুর ব্লগে লিখতেন কি না, এ ব্যাপারে আমি কিছু জানি না৷''
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ডয়চে ভেলেকে জানান, ‘‘নিহত ওয়াশিকুর ব্লগার ছিলেন বলে তারা শুনেছেন৷ এব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে৷''
প্রসঙ্গত, গত ২৬শে ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷
২০১৩ সালের ১৫ই ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে একইভাবে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনকে৷
এর আগে ২০০৪ সালের ২৭শে ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার সময় প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা৷ পরে চিকিৎসাধীন অবস্থায় জার্মানিতে তাঁর মৃত্যু হয়৷