1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আরো দুইজন করোনা রোগী শনাক্ত

১৪ মার্চ ২০২০

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন দুইজন রোগী শনাক্ত করা হয়েছে৷ এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷

https://p.dw.com/p/3ZQqF
ছবি: A. Goni

বাংলাদেশে নতুন করে আরো দুইজন রোগীকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷ রাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ইতোমধ্যে আরও দুইজন রোগী পেয়েছি৷ এখন আমরা সেই দুইজনকে নিয়ে এসেছি এবং হাসপাতালে রেখেছি৷ যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা শুরু করেছি৷''

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম জানিয়েছে, আক্রান্ত দুইজনের একজন ইটালি আর অন্যজন জার্মানি ফেরত প্রবাসী বাংলাদেশি৷

এর আগে গত রোববার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷ যাদের মধ্যে দুজন পুরুষ ইটালির দুটি শহর থেকে দেশে ফিরেছেন৷ তাদের একজনের সংস্পর্শে এসে পরিবারের আরেক নারী সদস্য আক্রান্ত হন৷ এরমধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর৷

সংবাদ সম্মেলনে মন্ত্রী এ বিষয়ে বলেন, ‘‘তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিল৷ তিনজন এখন ভালো আছে, দুইজনকে আমরা ছেড়েও দিয়েছি৷ আরেকজনকে আমরা ছেড়ে দেব৷

এফএস/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান