1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাজার কোটির রেকর্ড

১১ নভেম্বর ২০০৯

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার কোটি ডলার ছাড়িয়েছে৷ বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান একথা জানান৷

https://p.dw.com/p/KTth
ফাইল ফটোছবি: AP

আতিউর রহমান বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্সের ওপর ভর করেই এটা সম্ভব হয়েছে৷

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রায় ৬৫০ মিলিয়ন ডলারের একটি ঋণ সহায়তা যুক্ত হওয়ার পর এ রিজার্ভ সর্বকালের রেকর্ড ছাড়িয়ে ১০ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উঠে যায় বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা৷

ওই কর্মকর্তা আরও জানান, বৈশ্বিক মন্দার প্রেক্ষিতে আমদানি অনেক কমে যাওয়াও এ রিজার্ভ গড়তে সহায়তা করেছে৷

গত বছরের তুলনায় এ বছরের জুলাই-সেপ্টেম্বরে আমদানি প্রায় ১৯ শতাংশ কমে ৫ দশমিক ১২ বিলিয়নে নেমে আসে৷ রপ্তানি প্রায় ১১ শতাংশ কমে নেমে আসে ৩ দশমিক ৮৭ বিলিয়নে৷ এতে গত বছরের একই সময়ের তুলনায় বাণিজ্য ঘাটতি কমে ১ দশমিক ৯৪ বিলিয়ন থেকে ১ দশমিক ২৫ বিলিয়নে দাঁড়ায়৷

কর্মকর্তারা বলছেন, বিদেশে কর্মরত প্রায় ৬০ লাখ বাংলাদেশীর পাঠানো বিপুল রেমিটেন্সের কারণে বাণিজ্য ঘাটতির প্রভাব মোকাবেলা এবং সার্বিক ব্যয়ের ভারসাম্য রক্ষা করে উদ্বৃত্ত থাকা সম্ভব হয়েছে৷

এ জুলাই-অক্টোবরে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আবদুস সাত্তার