বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় জার্মানি ও ইইউ
২৪ জুন ২০১১জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগস মনে করেন অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার মনোভাব জরুরি৷
বাংলাদেশ সফরে এসে জার্মানির কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক ও উন্নয়নমন্ত্রী ডির্ক নিবেল এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্য ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠক করেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে৷ তাঁরা বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন৷ এছাড়া ঢাকায় উদ্বোধন করা হয়েছে জার্মান হাউস৷ এই সফর নিয়ে প্রেস ব্রিফিংয়ে ডির্ক নিবেল বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দীর্ঘসূত্রিতা এখানকার একটি বড় সমস্যা৷ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন অর্থনৈতিক উন্নয়নের জন্য জরুরি৷
নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকার এবং বিরোধী দলের মুখোমুখি অবস্থান ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি৷ তিনি আশা করেন, রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন কোন ব্যবস্থার অধীনে হবে তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছবে৷ সাধারণ মানুষসহ রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় যা ইতিবাচক৷ তাঁর সরকারও বাংলাদেশে ২০১৪ সালে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়৷
ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিজ পিয়েবালগস বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে৷ কিন্তু বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়৷ তাই এর ব্যবস্থা করা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব৷
প্রেস ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান উইলিয়াম হানা উপস্থিত ছিলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই