1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ থেকে ফেসবুকে ঢুকতে বিপত্তি

২৩ সেপ্টেম্বর ২০১০

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বিশ্বনেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রয়েছে এক আওয়ামী লীগ নেতার সংসদের আসন হারানোর খবর৷ আর বাংলাদেশ থেকে ফেসবুকে প্রবেশে বিপত্তি নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/PK6z
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় দশ লাখছবি: facebook

শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর

দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় একযোগে কাজ করুন'৷ নিউইয়র্কে বিশ্বনেতাদের প্রতি এই আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা৷ জাতিসংঘ সদরদপ্তরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজি বিষয়ক সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নয়নশীল দেশগুলোর এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত খাদ্য নিরাপত্তার ওপর৷

এছাড়া দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘যুক্তরাষ্ট্রে পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার চাই: প্রধানমন্ত্রী’৷ নিউইয়র্কে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন শেখ হাসিনা৷ এসময় তিনি জানান, গত বছর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার৷ মূলত পোশাক খাতে এই রপ্তানি হয়েছে৷

আওয়ামী লীগ নেতার সংসদ সদস্যপদ বাতিল

প্রথম আলোসহ কয়েক দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘মহীউদ্দীন আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল'৷ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল করা হয়েছে৷ ইতিমধ্যে চাঁদপুর-১ আসনকে তাই শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক মামলায় ১৩ বছরের সাজা হয়েছিল তাঁর৷ তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘মহীউদ্দীন খান আলমগীরের আসন শূন্য ঘোষণা'৷

বাংলাদেশে ফেসবুক বন্ধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বাংলাদেশে দেড়ঘন্টা ফেইসবুকে ঢোকা যায়নি'৷ বাংলাদেশ থেকে গতরাত ১১টা থেকে ৪০ মিনিট থেকে ১ টা ১২ মিনিট পর্যন্ত ফেসবুকে প্রবেশ করা যায়নি৷ ঢাকাসহ বিভিন্ন জেলার ফেসবুক ব্যবহারকারীরা এই অভিযোগ করেছেন৷ তবে বাংলাদেশের ইন্টারনেট গেটওয়েতে ফেসবুক বন্ধ করা হয়নি বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের৷ এখানে বলে রাখা ভাল, গত মে মাসে বাংলাদেশে একবার ফেসবুক নিষিদ্ধ করা হয়েছিল৷

মধ্যপ্রাচ্যে শ্রমিক নিয়োগের কোটা বাড়ছে

দৈনিক কালের কন্ঠের শিরোনাম, ‘মধ্যপ্রাচ্যে শ্রমিক নিয়োগের কোটা ১০ শতাংশ বাড়ছে৷ এই ১০ শতাংশ কোটা বাড়ানো হলে আরো প্রায় ২৫ লাখ কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ পাবে'৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়