বিদেশিদের নিরাপত্তা আছে কি?
২ অক্টোবর ২০১৫অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশে আসার ব্যাপারে যখন দোটানায়, ঠিক তখনই, অর্থাৎ সোমবার, গুলশানের কূটনৈতিক এলাকায় ইটালির নাগরিক তাবেলা সিজারকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা৷ এর তিনদিন পর অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফর বাতিল করে৷ শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ক্যানাডা এবং ইটালি বাংলাদেশ ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করে৷ বন্ধ রাখা হয় ঢাকাস্থ অ্যামেরিকান ক্লাব, স্কুল এবং ঢাকায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কমিউনিটির বাৎসরিক ‘গ্লিটার পার্টি'-ও৷ জানা যায়, পশ্চিমা নাগরিক এবং স্থাপনার ওপর হামলা হতে পারে – এই তথ্য আগেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে৷
তবে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘বিদেশিদের নিরপত্তার ব্যাপারে আমার যথেষ্ঠ তৎপর৷ তাছাড়া ঐ ঘটনার পর নিরপত্তা আরো জোরদার করা হয়েছে৷''
পুলিশের দাবি, ইটালীয় নাগরিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে এখনো জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি৷ এছাড়া গুলশানের ৯০ নম্বর সড়ককে হত্যাকারীরা কৌশলগত কারণেই বেছে নিয়েছিল৷
পুলিশ আরো দাবি করে যে, তারা মোবাইল ফোনে হত্যাকারীদের কথোপকথন সংগ্রহ করেছেন৷ শুধু তাই নয়, দূরবর্তী স্থানের সিসি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন তারা৷
বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. জিয়া রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে বিদেশি নাগরিক এবং স্থাপনার জন্য নিরাপত্তা আরো জোরদার করা উচিত৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ নিরাপত্তার নামে বাংলাদেশকে নিয়ে গত কয়েকদিনে যা করলো, তার মধ্যে রাজনীতি রয়েছে৷''
উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের ব্যাপারে নিরাপত্তা সতর্কতা শিথিল করার পর, সরকার আশা করছে যে, অন্যন্য দেশও দ্রুতই তাদের নিরাপত্তা সতর্কতা তুলে নেবে৷