1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাক্ষাৎকারের সময় যদি ছেলেমেয়ে ঢুকে পড়ে?

১৩ মার্চ ২০১৭

দক্ষিণ কোরিয়ার পুসান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট কেলি বিবিসি ওয়ার্ল্ড নিউজকে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রেসিডেন্ট পাক গুন-হেই'এর অপসারণ সম্পর্কে – যখন অঘটন ঘটে৷

https://p.dw.com/p/2Z5kU
Südkorea Multikulturelle Gesellschaft
প্রতীকী ছবিছবি: DW

পড়ার ঘরে নিজের টেবিলে বসে সুট-টাই পরে সাক্ষাৎকার দিচ্ছেন মাননীয় প্রফেসর৷ হঠাৎ তাঁর চার বছরের মেয়ে মারিওন একটি হলদে জাম্পার পরে নাচতে নাচতে ঘরে এসে ঢোকে!

কেলি স্বভাবতই তাঁর মেয়েকে স্ক্রিনে দেখতে পেয়েছেন, এমনকি হাত দিয়ে ঠেলে সরিয়ে দেবারও চেষ্টা করেন৷ প্রোগ্রামের প্রেজেন্টার জেমস মেনেন্ডেজ পরের প্রশ্ন করতে করতেই মন্তব্য করেন, ‘‘আপনার মেয়ে বোধহয় সবে ঘরে ঢুকেছে...৷''

ওদিকে দিদি মারিওন বাবার কাছে গেছে দেখে তার ছোটভাই ন'মাস বয়সের জেমস তার ‘ওয়াকার' ঠেলতে ঠেলতে ঘরে ঢুকে পড়েছে৷ ততক্ষণে বোধহয় প্রফেসর কেলির স্ত্রী ইয়ুং-আ কিমের টনক নড়েছে৷ তিনিও তাড়াহুড়ো করে ঘরে ঢুকে বিবিসির দুই অপরিকল্পিত ‘গেস্ট অ্যাপিয়ারেন্স'-কে বার করে নিয়ে আসার চেষ্টা করছেন৷ মারিওনকে আপত্তি করতে শোনা গেছে: ‘‘ও মামি!''

মিসেস কেলি তো দুই ছেলেমেয়েকে নিয়ে বিদায় হলেন – যদিও তা করতে গিয়ে টেবিল থেকে বইখাতা নীচে পড়ে গেল৷ তারপরেও দেখলেন, এই রে! দরজাটা তো বন্ধ করার দরকার! কাজেই হামাগুড়ি দিয়ে এসে দরজাটা বন্ধ করে দিয়ে গেলেন...৷

এ ভিডিও যে ভাইরাল হবে, সে তো জানাই কথা৷ শুধু দক্ষিণ কোরিয়া বিশেষজ্ঞ রবার্ট কেলির বোধহয় সেটা জানা ছিল না, তাই তিনি বিবিসি টিভি-তে এই ক্লিপ পুনঃ-সম্প্রচারিত হওয়া সম্পর্কে বলেছেন: ‘‘তার মানে? এটা কি সে ধরনের জিনিস যা ‘ভাইরাল' হয়ে পড়ে?''

শুধু কি তাই? এরই মধ্যে ডেইলি মেইল পত্রিকা যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড, ওহাইও-র বাইরে ইউনিভার্সিটি হাইটস-এ রবার্ট কেলির মা এলেন কেলির সাক্ষাৎকার নিয়ে ফেলেছে৷ এলেন কেলি বলেছেন, রবার্ট তার বাবা-মায়ের সঙ্গে ঐ পড়ার ঘর থেকেই স্কাইপ করে থাকে৷ বিসিসির সাক্ষাৎকারের সময় ঐ ঘর থেকে গলার আওয়াজ শুনে দুই নাতি-নাতনি মনে করেছে যে, দাদা-দাদির সঙ্গে স্কাইপ করা হচ্ছে৷

জীবন যে কিভাবে অবলীলাক্রমে মিডিয়া আর রাজনীতিকে পিছনে ফেলে দিতে পারে, এটা বোধহয় তারই প্রমাণ৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান