1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেন

৬ সেপ্টেম্বর ২০১২

ইউএস ওপেনে থমাস বের্ডিশ’এর কাছে হেরেছেন রজার ফেডেরার৷ কোয়ার্টার ফাইনালে পরাজয়ের কারণে চলতি আসর থেকে একটু আগেই বিদায় নিতে বাধ্য হলেন ব়্যাংকিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা এই তারকা৷

https://p.dw.com/p/164ZW
ছবি: dapd

চেক প্রজাতন্ত্রের বের্ডিশকে কাবু করতে চেষ্টা অবশ্য কম করেননি ফেডারার৷ কিন্তু তাঁর পুরনো কোন মন্ত্রই কাজে আসেনি৷ বরং এই পরাজয়ের ফলে গত নয় বছরের মধ্যে এই প্রথম ফ্লাশিং মেডোস থেকে এত দ্রুত বিদায় নিলেন তিনি৷ বের্ডিশের বিরুদ্ধে ৭-৬, ৬-৪, ৩-৬, ৬-৩ সেটে পরাজয় বরণ করেন তিনি৷

বলা প্রয়োজন, ৩১ বছর বয়সি ফেডারার গত জুলাইয়ে উইম্বলডন জয় করেন৷ সেই আসরে অ্যান্ডি মারেকে ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ সেটে হারান এই সুইস তারকা৷ জয় করে নেন তাঁর ১৭তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা৷ সেটি ছিল ফেডারারের সপ্তম উইম্বলডন শিরোপা জয়৷ সেই জয়ের আগে অবশ্য আড়াই বছর গ্র্যান্ডস্ল্যাম খরা চলছিল তাঁর৷

যাহোক, বুধবার জয়ের পর বের্ডিশ বলেছেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না৷' ফেডারার অবশ্য তাঁর হতাশা আটকে রাখতে পারেননি৷ তিনি জানান, গ্রীষ্ম মৌসুমটি অত্যন্ত চমৎকার ছিল৷ এবং তিনি ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন৷

বলাবাহুল্য, বের্ডিশ কখনো গ্র্যান্ডস্ল্যাম জয় করেননি৷ তবে ফেডারারকে হারানোর অতীত রেকর্ড রয়েছে তাঁর৷ ২০১০ সালে উইম্বলডনে ফেডারারকে হারান তিনি৷

ফ্লাশিং মেডোসে প্রথম দুই সেটে পরাজয়ের পর তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ফেডারার৷ তারপরও শেষ রক্ষা করতে পারেননি তিনি৷ চতুর্থ সেট জিতে ফেডারারকে আসর থেকে বিদায় করে দেন বের্ডিশ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমার খেলার মধ্যে এমন কিছু ছিল যা তিনি (ফেডারার) পছন্দ করেননি এবং এই অপছন্দের বিষয়টি কাটাতে তাঁকে সংগ্রাম করতে হয়েছে৷''

টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে থাকা ফেডারার অবশ্য চলতি আসরের শুরুতেই অন্য একজনকে সেরা মনে করেছিলেন৷ টুর্নামেন্টের শুরুতে তিনি বলেছিলেন, ‘‘এবার ইউএস ওপেনে ফেভারিট হচ্ছেন নোভাক জোকোভিচ৷'' বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে হুয়ান মার্টিন ডেল পোর্টোর মুখোমুখি হবেন জোকোভিচ৷

এআই / এসি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য