কিশোর ব্লগার
২২ আগস্ট ২০১২রুবাই একজন ক্ষুদে ব্লগার৷ ইরুবাই নামক একটি ওয়েবসাইট আছে তার৷ সেখানে নিজের বিভিন্ন আবেগ-অনুভূতি তুলে ধরার চেষ্টা করে সে৷ কোনো ঘটনা তাকে নাড়া দিলে, চটপট লিখে ফেলে এই কিশোর৷ তার কাছে জানতে চাই, ব্লগ লেখার শখ কেন? রুবাই'র জবাব, ‘‘আসলে অনেক আগে থেকেই একটা ওয়েবসাইট বানানোর পরিকল্পনা ছিল আমার৷ এজন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার ফেলও করেছি৷ এরপরে আমি ওয়ার্ডপ্রেস ডটকম পাই৷ সেখানে প্রথম ব্লগ লেখা শুরু করি৷''
একদিন রাতে বাবা মুনির হাসান আবিষ্কার করেন যে তাঁর ছেলে রুবাই ব্লগ লিখছে৷ বিষয়টি ফেসবুকে অনেককে জানান তিনি৷ রুবাইয়ের ব্লগে তখন হাজির হয় অনেক মানুষ৷ এতে উৎসাহী হয়ে উঠে রুবাই৷ তার কথায়, ‘‘আমি যদি সুন্দর কিছু কাউকে জানাতে চাই বা আমার জীবনে যদি কিছু ভালো হয়ে থাকে - তখন আমি ব্লগ লিখে মনের ভাব প্রকাশ করি৷''
ওয়ার্ডপ্রেস থেকে ইরুবাই
ব্লগার হিসেবে রুবাইয়ের বয়স নেহাত কম নয়৷ ওয়ার্ডপ্রেসে গত বছরের মার্চ মাস থেকে লিখছে সে৷ নিজের একটা ডোমেইন আছে তার, ইরুবাই ডটকম৷ তবে বাংলা ভাষায় এখনো লিখতে শুরু করেনি সে৷ ব্লগের জন্য সে বেছে নিয়েছে ইংরেজি৷ এই বিষয়ে রুবাই বলে, ‘‘আমি ইংরেজিতে লিখি৷ কারণ বাংলায় লিখলে কিছু সমস্যা হয়৷ আমি জানিনা কেন৷ তাই আমি ইংরেজিতেই লিখি৷''
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মিশতে, তাদের সম্পর্কে জানতে আগ্রহী রুবাই৷ ব্লগ লিখে সেই কাজটি ভালোই হচ্ছে৷ সে চায়, তার ব্লগে অনেক মানুষ হাজির হোক৷ রুবাই বললো, ‘‘আমি চাই, মানুষ আমার ব্লগপোস্টে মন্তব্য করুক৷ আমি আসলে আলোচনাটা আগাতে চাই এবং আমি বিভিন্ন সময় ব্লগ করি৷ যখন কেউ আমার ব্লগে মন্তব্য করে, তখন সেটি দেখে আনন্দ লাগে৷''
ওয়েব ডিজাইনার রুবাই
ইতিমধ্যে ওয়েব ডিজাইনার হিসেবেও নাম লিখিয়েছে রুবাই৷ তৈরি করেছে টিংকু ট্র্যাভেলার ডটকম নামক একটি ওয়েবসাইট৷ গ্রীষ্মের ছুটিতে একটি সংস্থায় ইন্টার্নশিপ করেছে সে৷ ওয়েব ডিজাইন অবশ্য সে শিখেছে নিজেই৷ এজন্য অনেক বই পড়েছে সে, ভিডিও টিউটোরিয়াল দেখেছে৷ রুবাই জানায়, ‘‘আমি নিজেই এটা শিখেছি৷ আমাকে হাতে ধরে কেউ শেখায়নি৷ আমি বিভিন্ন জায়গা থেকে বই জোগাড় করে পড়েছি, ভিডিও টিউটোরিয়াল দেখে শিখেছি৷''
রুবাইয়ের স্বপ্ন অনেক৷ একজন উদ্যোক্তা হতে চায় সে, কাজ করতে চায় গুগলে৷ আর তার জন্য প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই৷ তার নিজের ভাষায়, ‘‘আমি বড় হয়ে একজন উদ্যোক্তা হতে চাই৷ একটা বড় কোম্পানি করতে চাই এবং আমি গুগলেও কাজ করতে চাই৷ এবং ওয়েব স্ট্যান্ডার্ড মানে যারা এইচটিএমএল, সিএসএস'এর স্ট্যান্ডার্ড নির্ধারণ করে, তাদের সঙ্গে কাজ করতে চাই৷''
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ