বার্লিন হামলার আততায়ী মিলানে নিহত
২৩ ডিসেম্বর ২০১৬মিলানের সেস্তো সান জিওভানি এলাকায় একটি নিয়মমাফিক পুলিশি তল্লাসিতে পুলিশ আমরির আইডি কাগজপত্র দেখতে চাইলে, আমরি তার ব্যাকপ্যাক থেকে একটি আগ্নেয়াস্ত্র বার করে৷ পরবর্তী গুলিযুদ্ধে একজন পুলিশ অফিসার আহত ও আমরি নিহত হয়, বলে এপি সংবাদ সংস্থার বিবরণে প্রকাশ৷
এপি-র সূত্র আনসা সংসাদ সংস্থা জনিয়েছে, নিহত ব্যক্তি যে আনিস আমরি, মিলান ও রোমের বিভিন্ন সূত্র তা নিশ্চিত করেছে৷
ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো মিনিতিও বলেছেন, গুলিযুদ্ধের পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ‘যে মানুষটি নিহত হয়েছে সে যে আনিস আমরি তাতে কোনো সন্দেহ নেই৷’’
এদিকে, জার্মান কর্তৃপক্ষ বলছে, তারা এখনও ইটালির কাছ থেকে আমরির নিহত হওয়ার তথ্য পাননি৷ তবে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘এটি (নিহত ব্যক্তি আমরি হলে) যদি সত্যি হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিন্ত হবে এই ভেবে যে, আমরি আর হুমকি নয়৷’’
ডয়চে ভেলের প্রতিবেদক টিউনিশিয়ায় আমরির ভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ আমরির মৃত্যুর খবর শুনে তার ভাই বলেছে, ‘‘আমরা শোকাহত৷ পুরো পরিবার এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে৷ নো কমেন্ট৷’’
এসি/ডিজি (ডিপিএ, এপি)