বার্লিন সন্ত্রাসের আততায়ীর খোঁজ চলেছে
২১ ডিসেম্বর ২০১৬ধৃত ২৩ বছর বয়সি পাকিস্তানির ট্রাকের ভিতরে থাকার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি, ট্রাকের ভিতরে কোনো ফরেনসিক হদিশও পাওয়া যায়নি৷ কাজেই তাকে মুক্তি দিতে বাধ্য হয় সরকারি কৌঁসুলির দপ্তর৷
ট্রাকের ভিতরে যে ৩৭ বছরের পোলিশ নাগরিককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তিনি খুব সম্ভবত ট্রাকটির ড্রাইভার৷ ট্রাকের পোলিশ মালিক আরিয়েল জুরাভস্কি বলেছেন যে, ট্রাক ড্রাইভার তাঁর আত্মীয় এবং দু'জনের সোমবার দুপুর নাগাদ কথা হয়েছে৷ ট্রাক চালক তাঁকে বলেন যে, ট্রাক বার্লিনে পৌঁছেছে ও মঙ্গলবার সকালে তিনি মাল ‘ডেলিভারি’ করবেন৷ কিন্তু সোমবারেই তাঁকে দৃশ্যত ছুরি মেরে ও পরে গুলি করে হত্যা করা হয়৷
সব মিলিয়ে বার্লিন পুলিশ এখন এক বা একজনের বেশি ফেরারি আততায়ীর কথা বলছে, যারা সশস্ত্র এবং বিপজ্জনক৷ কাজেই পুলিশ জনসাধারণকে ‘‘বিশেষভাবে সতর্ক’’ থাকতে বলেছে৷ তার একটি কারণ এই যে, ট্রাক ড্রাইভারকে হত্যার জন্য ব্যবহৃত পিস্তলটিও খুঁজে পাওয়া যায়নি৷ জনসাধারণের তরফ থেকে তদন্তকারীদের কাছে প্রায় ৫০০টি হদিশ পৌঁছেছে, যেগুলো এখন পরীক্ষা করে দেখা হচ্ছে৷
ইসলামিক স্টেটের দাবি
তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস তাদের আমাক সংবাদ সংস্থার মাধ্যমে সোমবারের আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা করেছে৷ বলেছে, তাদের ‘‘এক সৈন্য’’ নাকি ‘‘ক্রুসেডার জোটের’’ নাগরিকদের উপর আক্রমণ চালিয়েছে৷ কিন্তু এ ধরনের ঘটনায় আইএস সাধারণত তাদের ‘সৈন্য' বা ‘শহিদদের' নামকরণ করে থাকে, এমনকি আক্রমণের আগে তোলা বিবৃতি ও ভিডিও দেখিয়ে থাকে, ক্ষেত্রবিশেষে খোদ আক্রমণের ভিডিও দেখিয়ে থাকে৷ এবার তার কিছুই নেই বলে বিশেষজ্ঞরা আইএস-এর দাবি সম্পর্কে কিছুটা সন্দিগ্ন৷
অন্যদিকে জার্মান তদন্তকারীরা সাবেক পশ্চিম বার্লিনের কেন্দ্রে একটি বড়দিনের বাজারের উপর এই নৃশংস আক্রমণকে একটি সন্ত্রাসবাদী আক্রমণ বলে গণ্য করছেন৷ নিরীহ জনতার উপর ট্রাক ব্যবহার করে এই আক্রমণ গত জুলাই মাসে দক্ষিণ ফ্রান্সের নিস-এ মারাত্মক ট্রাক আক্রমণটির কথা স্মরণ করিয়ে দেয় – বলেছেন জার্মানির সর্বোচ্চ সরকারি কৌঁসুলি পেটার ফ্রাঙ্ক৷ ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কার্বি বলেছেন যে, এই আক্রমণের ‘‘অতীতের বিভিন্ন আক্রমণের সঙ্গে সাদৃশ্য আছে৷’’ অপরদিকে তিনি যোগ করেন যে, আইএস-এর দাবি সমর্থন করার মতো পর্যাপ্ত তথ্য মার্কিন কর্মকর্তাদের কাছে নেই৷
এসি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে নীচে মন্তব্যের ঘরে লিখুন৷