1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

২৯ মার্চ ২০১২

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার খাতায় একটি গোল যোগের জন্য বার বার বলে শট নিয়েছেন ফুটবল বিস্ময় লিওনেল মেসি৷ কিন্তু হায়! কালকের রাতটি মেসি’র ছিল না৷ ওদিকে, মার্সেই’কে কুপোকাত করেছে বায়ার্ন৷

https://p.dw.com/p/14UG0
ছবি: Reuters

শূন্য গোলে মিলান-বার্সেলোনা'র ড্র

জালে বল জড়ানোর চেষ্টায় বার্সেলোনা শট নিয়েছে ১৭ বার৷ এর মধ্যে পাঁচটি শটই ছিল একেবারে নির্ভুল লক্ষ্যে শট৷ কিন্তু এরপরও হলো না৷ একটি বলও জড়ালো না জালে৷ বার্সেলোনার খাতায় জমা হলো না একটিও গোল৷

খেলার সিংহভাগ সময় জুড়ে মাঠের দখল ছিল বার্সেলোনার কাছেই৷ কিন্তু এসি মিলানও ছেড়ে দেবার পাত্র নয়৷ নব্বই মিনিট ধরেই মাঠে লড়েছে মিলানের খেলোয়াড়েরা৷ অন্তত একটি গোলের দেখা পেতে তারাও চেষ্টা করেছে বার বার৷ কিন্তু হয় নি৷ একটি গোলও এসে ধরা দেয় নি মিলানের হাতে৷

কোনো দলই গোলের দেখা পেলো না৷ তাই, পুরো নব্বই মিনিট মাঠে লড়ার পরও খেলার ফলাফল দাঁড়িয়েছে ০-০৷ অর্থাৎ ড্র৷

বার্সেলোনার সামনে অবশ্য আরেকটি খেলা আছে৷ চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে, সামনের খেলায় মেসিদের জিততেই হবে৷

Champions League 2011 / 2012 Viertelfinale Olympique Marseille gegen FC Bayern München Hinspiel
ছবি: Reuters

মার্সেই'কে হারিয়ে ২ গোলে জিতেছে বায়ার্ন

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের অপর খেলায় অলিম্পিক মার্সেই'কে ২-০ গোলে হারিয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ৷

সাম্প্রতিক সময় দূর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন'এর খেলোয়াড় মারিও গোমেজ করেছেন একটি গোল৷ আর বায়ার্ন'এর পক্ষে অন্য গোলটি এনে দিয়েছে আরিয়ান রোবেন৷

ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই'এর গোল রক্ষক স্টিভ মান্ডানা খেলতে পারে নি৷ তার বদলে গোল রক্ষকের কাজটি করেছে জেনারো ব্রাসিলিয়ানো৷ দলে ছিল না গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোলায়মান দিওয়ারা'ও৷

সব মিলিয়ে তাই মার্সেই'এর সময়টা ভালো কাটে নি৷ কিন্তু দারুণ খেলেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ৷ বলাবাহুল্য, এই খেলায় জয়ী হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের স্বপ্নটিকে বেশ ভালো ভাবেই বাঁচিয়ে রাখল তারা৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য