বায়ার্নের ভবিষ্যত
১৫ জুলাই ২০১৩অনেকের মতে, বার্সেলোনার ভবিষ্যত ছিলেন টিয়াগো৷ মাঝমাঠে জাভির বিকল্প ভাবা হচ্ছিল তাঁকে৷ সেই টিয়াগোকে কিনে নিচ্ছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ৷ শিগগিরই তাঁর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জার্মান লিগের শিরোপাধারী ক্লাবটি৷ বায়ার্ন, বার্সা দুই পক্ষই তাদের ওয়েবসাইটে খবরটি প্রকাশ করেছে৷
টিয়াগোকে বায়ার্নে পেতে চেয়েছিলেন নতুন কোচ পেপ গুয়ার্দিওয়ালা, যিনি আগে বার্সার কোচ ছিলেন৷ ফলে টিয়াগো কি মাপের খেলোয়াড়, তা ভালো করেই জানা ছিল গুয়ার্দিওয়ালার৷ তাই টিয়াগোকে দলে পেতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিলেন৷ সঙ্গে সঙ্গেই সেটা পূরণ করে বায়ার্ন৷ দলের প্রধান নির্বাহী কার্ল-হাইনৎস রুমেনিগে বলছেন, ‘‘আমাদের নতুন কোচ টিয়াগোকে খুব করে দলে চাইছিল৷ তাই আমরা তাঁকে পাওয়ায় খুব খুশি৷ আশা করি, এর ফলে বায়ার্ন আরও শক্তিশালী হবে, কেননা টিয়াগো একজন প্রতিভাবান খেলোয়াড়৷''
এদিকে, টিয়াগোকে ছেড়ে দেওয়ায় বার্সা সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ বার্সেলোনা দলটি স্পেনের যে রাজ্যে অবস্থিত সেই কাতালনিয়ার পত্রিকা ‘মুন্ড ডেপোর্টিভো'-র এক অনলাইন জরিপে ৫৭ শতাংশ পাঠক বলেছেন, টিয়াগোকে বার্সায় রেখে দেয়া উচিত ছিল, কিংবা তাঁকে আরও উঁচু দরে বিক্রি করা যেত৷ টিয়াগোর বিনিময়ে বার্সা বায়ার্নের কাছ থেকে ২৫ মিলিয়ন ইউরো পাবে, যেটা দিয়ে বার্সা একজন ডিফেন্ডার কিনতে চাইছে৷
মাদ্রিদের পত্রিকা ‘এএস' বলছে, বার্সেলোনা তাদের ভবিষ্যত নেতাকে হারাল৷
কে এই টিয়াগো?
জন্ম ইটালিতে৷ বাবা ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় মাজিনহো৷ গত মাসে সমাপ্ত ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ‘সেরা খেলোয়াড়' হয়েছেন৷ স্পেনের মূল দলের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ৷ আর বার্সার হয়ে গত মরসুমে খেলেছেন ১৫টি লিগ ম্যাচ, দুটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ও কিংস কাপের সাতটি ম্যাচ৷ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বার্সায় বেশি ম্যাচ খেলতে না পারায় টিয়াগো হতাশ হয়ে পড়ছিলেন৷ এই সুযোগে বিশ্বের নামিদামি ক্লাবগুলো তাঁর প্রতি হাত বাড়িয়েছিল৷ শেষ পর্যন্ত তিনি তাঁর সাবেক বস গুয়ার্দিওলার কাছেই যাচ্ছেন৷
জেডএইচ/ডিজি (রয়টার্স)