বায়ার্নের জয়, বায়ার্নের হার
পিএসজিকে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ষষ্ঠ বারের মত জিতেছে বায়ার্ন মিউনিখের পুরুষ দল৷ এর মাত্র আগেরদিন ২২ আগস্ট কোয়ার্টার ফাইনালে লিওঁর কাছে হেরেছে বায়ার্ন মিউনিখের নারী ফুটবল দল৷ ছবিঘরে বিস্তারিত৷
লিওঁর পঞ্চম শিরোপা জেতার সুযোগ
এই জয়ের মাধ্যমে লিওঁর টানা পঞ্চমবার শিরোপা জয়ের পথ সুগম হল৷ ২৬ তারিখ সেমিফাইনালে প্যারিসের মুখোমুখি হবে তারা৷
সাহসী হতে হত
ম্যাচ শুরু আগেই বায়ার্ন অধিনায়ক লিনা মাগুল বলেছিলেন, লিওঁকে টেক্কা দিতে হলে তার মেয়েদের অনেক সাহসের পরিচয় দিতে হবে৷ ৯০ মিনিটে সেই সাহস, দক্ষতা ভালোই দেখিয়েছিল তার দলের মেয়েরা৷ কিন্তু শেষ রক্ষা হল না৷
২-১ এ জিতলো লিওন
ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ, সেখানে মেয়েদের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের সেই তেজের দেখা মিললো না৷ লিওঁর কাছে ২-১ এ হেরে গেলো বায়ার্ন মেয়েরা৷
গোলরক্ষকের ব্যর্থতা
প্রথমার্ধ্বে বায়ার্নের মেয়েরা দাপটের সাথেই আক্রমণ চালিয়ে যাচ্ছিলো, কিন্তু গোলরক্ষকের গাফিলতির কাছে হার মানতে হয় তাদের৷ ৪১ মিনিটে নিকিতা প্যারিসের গোলে ১-০ তে এগিয়ে যায় লিওঁ৷
আরও এগিয়ে লিওঁ
খেলার ৫৮ মিনিটে ফ্রি কিক পায় লিওঁ৷ এই সুযোগ হাতছাড়া করেননি আমেল মাজরি৷ ৫৯ মিনিটে তার ফ্রি কিকে ২-০ তে এগিয়ে যায় লিওঁ৷
সমতা আনার চেষ্টা
লিওঁর দ্বিতীয় গোলের পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বায়ার্ন৷ চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষকে৷ সুযোগও এসে যায় ৬৪ মিনিটে৷ ক্যারোলিন সিমনের ফ্রি কিকে খেলায় ফেরে বায়ার্ন৷ তবে লিওঁর মেয়েদের গোলের কাছে এটা ছিলো খুবই সাধারণ একটি গোল৷ এরপর দু’পক্ষই তাদের আক্রমণ, পাল্টা-আক্রমণের মাধ্যমে ৯০ মিনিট শেষ করে৷