বায়ার্ন মিউনিখে ১০-এর ইতিহাস
বার্সেলোনায় লিওনেল মেসি আর পিএসজি-তে নেইমার যা পরেন, বায়ার্ন মিউনিখে আগামী মৌসুমে কার গায়ে উঠবে সেই ১০ নম্বর জার্সি? এতদিনই বা কোন কোন খেলোয়াড় পরেছেন? দেখুন ছবিঘরে...
লেরয় সানে
ম্যানচেস্টার সিটি থেকে ৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে লেরয় সানেকে নিয়ে এসেই হাতে ১০ নম্বর জার্সি তুলে দিয়েছে বায়ার্ন মিউনিখ৷ তার আগে এই সুযোগ পেয়েছিলেন বার্সেলোনা থেকে এক বছরের জন্য ধারে খেলতে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুটিনিয়ো৷
উলি হ্যোনেস
জার্মানির সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখে প্রথম ১০ নাম্বার জার্সি পরেছিলেন উলি হ্যোনেস৷ সে আমলে লেফট উইংয়ে যিনি খেলতেন তাকে দেয়া হতো এই জার্সি৷ সত্তরের দশকে মূলত লেফট উইংয়েই খেলা হ্যোনেসের ক্যারিয়ার ইনজুরির জন্য অবশ্য বেশি দীর্ঘ হয়নি৷
মিশায়েল রুমেনিগে
দুই রুমেনিগে ভাই-ই খেলেছেন বায়ার্নের হয়ে৷ তবে লেফট উইংয়ে খেলতেন বলে ১০ নম্বর জার্সিটা পেয়েছিলেন ছোট ভাই মিশায়েল রুমেনিগে৷ জার্মানিকে ১৯৮২ ও ১৯৮৬-র বিশ্বকাপ ফাইনালে তোলা বড় ভাই কার্ল হাইঞ্জ রুমেনিগে খেলতেন ১১ নম্বর জার্সি গায়ে দিয়ে৷বায়ার্ন ছেড়ে যাওয়ার পর বোরুসিয়া ডর্টমুন্ডেও ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত ১০ নম্বর জার্সি গায়েই খেলেছিলেন মিশায়েল রুমেনিগে৷
ওলাফ থন
মিশায়েল রুমেনিগের পর টানা চার বছর ১০ নম্বর জার্সি পরে বায়ার্নে খেলেছেন ওলাফ থন৷ ওই পজিশনে খেলে ৩৭টি গোলও করেছিলেন তিনি৷ তবে ১৯৯২ সালে লোথার ম্যাথাউস ইন্টার মিলান থেকে ফিরে আসার পর তার হাতে তুলে দেয়া হয় ১০ নম্বর জার্সি৷
লোথার ম্যাথাউস
জার্মানিকে ১৯৯০ বিশ্বকাপ জেতানো ম্যাথাউস দু’ দফা খেলেছেন বায়ার্নে৷ ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত প্রথম দফায় পুরো চার মৌসুমই খেলেছেন আট নম্বর জার্সি গায়ে দিয়ে৷পরের দু মৌসুম ইন্টার মিলানের হয়ে ইটালিয়ান লিগ খেলার পর আবার বায়ার্নে ফিরে আসেন সাবেক ফিফা বিশ্বসেরা ফুটবলার (১৯৯১) ম্যাথাউস৷ সেই দফা সুইপার পজিশনে ১০ নম্বর নিয়েই খেলেছেন তিনি৷
সিরিয়াসো স্ফর্সা
সুইস এই মিডফিল্ডারও ১৯৯৫-৯৬ এবং ২০০০ থেকে ২০০২, অর্থাৎ দুই দফা খেলেছেন বায়ার্নে৷তবে ১০ নম্বর জার্সিটা পেয়েছিলেন ম্যাথাউস ২০০০ সালে মেট্রোস্টার্সে চলে যাওয়ার পর৷
রয় ম্যাকে
সাবেক ডাচ ফুটবলার ও কোচ রয় ম্যাকে ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত ৪ মৌসুম ১০ নম্বর জার্সিটা পরে বায়ার্নে খেলেছেন৷ চার মৌসুমে ১০৩ গোল করেছিলেন তিনি৷
আরিয়েন রবেন
রয় ম্যাকে ফেইনুর্দে চলে যাওয়ার পরের দু’ বছর ১০ নম্বর জার্সি কাউকেই দেয়নি বায়ার্ন৷২০০৯ সালে রেয়াল মাদ্রিদ থেকে আরেক ডাচ আরিয়েন রবেন এলে তার হাতেই তুলে দেয়া হয় নাম্বার টেন৷গত মৌসুমে নিজের দেশের ক্লাব গ্র্যোনিঙেনে চলে যান বায়ার্নের অনেক সাফল্যের নায়ক রবেন৷ সেই সুবাদেই ১০ নম্বর জার্সিটা এখন লেরয় সানের৷