1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিকল্প নোবেল পাচ্ছেন চার বিশিষ্ট ব্যক্তি

১৩ অক্টোবর ২০০৯

পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, জলবায়ু পরিবর্তনের প্রতি জনসচেতনতা তৈরি এবং রেইন ফরেস্ট রক্ষায় অবদানের ক্ষেত্রে সক্রিয় চার বিশিষ্ট ব্যক্তি যৌথভাবে ২০০৯ সালের বিকল্প নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন৷

https://p.dw.com/p/K58U
চিকিৎসক হামলিন বিগত ৫০ বছর ধরে ইথিউপিয়াতে সন্তানের জন্ম দিতে গিয়ে জটিল রোগে আক্রান্ত মেয়েদের সাহায্য করে আসছেনছবি: DPA

এই পুরস্কারের পোশাকি নাম রাইট লাইভলিহুড এওয়ার্ড বা জীবন ও জীবিকা রক্ষা অধিকার বিষয়ক পুরস্কার৷

এই সম্মান দেয়া হয় ঐ সব ব্যক্তিদের, যারা বর্তমান সময়ের নানা কঠিন সমস্যা থেকে পৃথিবীর মানুষকে রক্ষার জন্য বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করে থাকেন৷ সমাজ উন্নয়ন বা মানুষের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে তাঁদের রয়েছে অনেক দিনের উদ্যম৷ ২০০৯ এর বিকল্প নোবেল প্রাপ্তরা হলেন, নিউজিল্যান্ডের এলিন ওয়্যার , কঙ্গো প্রজাতন্ত্রের রেনে এনগনগো, কানাডার ডেভিড সুজুকি, এবং অষ্ট্রেলিয়ায় জন্ম নেয়া চিকিৎসক ক্যাথরিন হামলিন৷

Alternative Nobelpreise für Klimaschützer Flash-Galerie
কানাডার ডেভিড সুজুকি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেনছবি: DPA

জুরি বোর্ড বলছে, এলিন ওয়্যার ২০০২ সালের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ সমর্থক সাংসদ নামের একটি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা৷ তিনি তাঁর দেশের জনগণকে শান্তি প্রতিষ্ঠায় নানা কার্যক্রম পরিচালনার জন্য উৎসাহ দিচ্ছেন৷ এমনকি ওয়্যার নিউজিল্যান্ডের স্কুলের বাচ্চাদের জন্য একটি খসড়া শান্তি বিষয়ক পাঠ্যসূচি তৈরির দিক নির্দেশনাও দিয়েছেন৷

আর একজন বিকল্প নোবেল বিজয়ী কঙ্গো প্রজাতন্ত্রের রেনে এনগনগো৷ তিনি ১৯৯৪ সাল থেকে ‘‘ ধ্বংসাত্মক খনিশিল্প এবং গাছ কাটার বিরুদ্ধে'' কাজ করে যাচ্ছেন৷ তিনি বারবারই তাঁর কাজের মাধ্যমে বলার চেষ্টা করছেন, রেইন ফরেস্টের ধ্বংসকান্ড বিশ্বের জলবায়ু পরিবর্তনের ওপর বড় রকমের এক নেতিবাচক ভূমিকা রাখে৷ তাই এটি বন্ধ করতে হবে৷

Alternative Nobelpreise für Klimaschützer Flash-Galerie
এলিন ওয়্যার ২০০২ সালের পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং নিরস্ত্রীকরণ সমর্থক সাংসদ নামের একটি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতাছবি: DPA

কানাডার ডেভিড সুজুকি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন৷ জুরি বোর্ডের মতে, তিনি মানুষকে ‘‘বিজ্ঞানের প্রয়োগে সামাজিক দায়বোধ''-এর ব্যাপারটা বোঝাতে চেষ্টা করেছেন৷ যা তাঁকে এই পুরস্কার পেতে সাহায্য করেছে৷

চারজন বিকল্প পুরস্কার প্রাপ্তের মধ্যে একজনই চিকিৎসক৷ চিকিৎসক হামলিন বিগত ৫০ বছর ধরে ইথিউপিয়াতে সন্তানের জন্ম দিতে গিয়ে জটিল রোগে আক্রান্ত মেয়েদের সাহায্য করে আসছেন৷ জুরি বোর্ড বলছে, হামলিন ‘‘আফ্রিকার সবচেয়ে গরীব মহিলাদের মধ্যে সুস্বাস্থ্য, আশা এবং সাহস জুগিয়েছেন ৷''

Alternative Nobelpreise für Klimaschützer Flash-Galerie
১৯৯৪ সাল থেকে ‘‘ ধ্বংসাত্মক খনিশিল্প এবং গাছ কাটার বিরুদ্ধে'' কাজ করে যাচ্ছেন রেনে এনগনগোছবি: DPA

সুইডিস-জার্মান সমাজসেবক ইয়াকব ফন ইউক্সকুল ১৯৮০ সালে এই পুরস্কারের প্রবর্তন করেন৷ আগামী ডিসেম্বর মাসে সু্ইডেনের সংসদে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক