1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিক্ষোভ গ্রেপ্তারের মধ্য দিয়ে চলছে জলবায়ু সম্মেলন

১৬ ডিসেম্বর ২০০৯

কোপেনহেগেন শহরের নানা স্থানে বিক্ষোভ এবং গ্রেপ্তারের মধ্য দিয়ে চলছে ১৫তম জলবায়ু সম্মেলন৷ এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে তার ভাষণে বলেন, পৃথিবীকে বাঁচাতে উন্নত দেশগুলোর এখনই একটি সমঝোতায় আসা উচিত৷

https://p.dw.com/p/L3xk
ছবি: AP

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কোপেনহেগেন শহরে মোট গ্রেপ্তার হয়েছে একহাজার ৫০ জন৷ বুধবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সকাল থেকে ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বুধবার সকাল বেলা শহরের সব স্থানে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়৷ সাংবাদিক এবং সরকারি প্রতিনিধি দলের সদস্য ছাড়া কাউকেই সম্মেলন স্থলে ঢুকতে দেয়া হয়নি৷ কয়েক হাজার পুলিশ শহরের মোড়ে মোড়ে টহল দিচ্ছে ৷ এনকি আকাশ পথেও রাখা হয় কড়া নজর৷ বিক্ষোভকারিরা তাদের স্লোগানে ধ্বনি তোলে: ‘‘ধনীদের সম্মেলন বন্ধ কর, আর গরীবদের কথা চিন্তা কর৷'' তারা আরো বলতে থাকে কিয়োটোকে ভেঙে দেয়া যাবে না৷ কারো হাতে ছিল কালো রঙের পতাকা৷ আর মুখে জোরালো দাবি: ‘‘আমাদের বাঁচতে দাও৷'' পুলিশ শেষ পর্যন্ত বুধবার সকালে বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং লাঠি চার্জ করে৷ বুধবার থেকে সম্মেলন স্থলে ঢোকার ব্যাপারেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷

দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বাংলাদেশের প্রধান মন্ত্রীর একটি বৌঠক হয়৷ সেখানে প্রধানমন্ত্রী কি বলেছেন সে বিষয়ে বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ ডয়চে ভেলেকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে কতটা বিপদের মধ্যে রয়েছে সে বিষয়টি বান কি মুনের সামনে তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷

প্রতিবেদক: ঝুমুর বারী, কোপেনহেগেনের জলবায়ু সম্মেলন থেকে

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক