বৈঠকে বসছেন মুরসি
২৬ নভেম্বর ২০১২বৃহস্পতিবার নতুন এক ডিক্রি জারি করেন মিশরের প্রেসিডেন্ট মুরসি৷ সঙ্গে সঙ্গেই ওঠে প্রতিবাদের ঝড়৷ সরকার বিরোধীরা বলছে, এর মাধ্যমে সব ক্ষমতা কুক্ষিগত করে একনায়ক হবার পথে যাত্রা শুরু করেছেন মুরসি৷ মুরসি বলছেন, এই পদক্ষেপ সাময়িক৷ সময়মতো তিনি বাড়তি ক্ষমতা ছেড়ে দেবেন৷
শনিবার ডিক্রির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ সংঘর্ষে ১ জন নিহত ও পাঁচশ'রও বেশি লোক আহত হয়েছে বলে বার্তাসংস্থাগুলো জানিয়েছে৷
ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুড দল নিহত ব্যক্তিকে তাঁদের সমর্থক বলে দাবি করেছে৷ রোববার নীলনদের তীরের দামানহুর শহরে ব্রাদারহুডের কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা৷ ওই হামলার সময়ই ওই ব্যক্তি নিহত হন৷
এ বছর গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন হয় মিশরে৷ নির্বাচনে জিতে ক্ষমতায় আসে মুসলিম ব্রাদারহুড৷ হোসনি মুবারকের শাসনামল শেষ হওয়ার পর ডিক্রির মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বৃদ্ধির চেষ্টা দেখে বিরোধী দলগুলো উদ্বিগ্ন৷
ডিক্রিটি পুরোপুরি প্রত্যাহার চায় তারা৷ এ দাবিতেই গত কয়েকদিন ধরে কায়রোর তাহরির স্কোয়ারে লাগাতার বিক্ষোভ করছে দলগুলো৷ প্রতিদিনই পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের৷
মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিরোধী দলগুলো৷ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও রোববার থেকে ধর্মঘট শুরু করে৷ বিচারকরাও পূর্ণ প্রত্যাহার দাবি করেছিলেন৷
তবে প্রেসিডেন্ট মুরসি তাঁদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন৷ বৈঠক হওয়ার কথা সোমবার৷ বার্তাসংস্থা রয়টার্সের দেয়া খবর অনুযায়ী এ বৈঠকে দু পক্ষের একটা আপোশরফা হয়ে যেতে পারে৷ দেশের পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় তা নিশ্চিত করার স্বার্থে নাকি এ মুহূর্তে বিচারকরা কিছুটা নমনীয়৷
এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)