বিডিআর বিদ্রোহের ঘটনায় ১০৮ জনের সাত বছরের কারাদণ্ড
২৭ জুন ২০১১মামলার রায়ে সর্বোচ্চ সাজা সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ১০৮ জনকে৷ আর ৮৯ জনকে সর্বনিম্ন চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ বিদ্রোহের পর ২০১০ সালের ৩১ মার্চ মোট ৬৬৮ জনের বিরুদ্ধে মামলা হলেও, দু'জন মারা যাওয়ায় শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয় ৬৬৬ জনকে৷ বাংলাদেশ বর্ডার গার্ড-বা বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম নিজেই এই মামলার বিচারকাজ পরিচালনা করেন৷
অভিযুক্তদের বিরুদ্ধে তৎকালীন বিডিআর মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ, বিদ্রোহে অংশ নেওয়া ও উদ্বুদ্ধ করা এবং অস্ত্র লুটের অভিযোগ আনা হয়৷ মোট ৪৮ দিনে ৫৮ জনের সাক্ষী এবং ৭৮ জনের সাফাই সাক্ষী নেওয়া হয়৷ ৩১ জন দোষ স্বীকার করে অনুকম্পা চান৷ রায় ঘোষণার পর প্রসিকউটর মেজর খান মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অনুকম্পা চাওয়া এবং মুক্তিযোদ্ধার সন্তান বিবেচনায় কয়েজনকে কম সাজা দেওয়া হয়েছে৷ তিনি জানান, এই অভিযুক্তদের মধ্য সেনা কর্মকর্তাদের হত্যা এবং লাশগুমসহ গুরুতর অপরাধের আসামিও রয়েছে৷
এ নিয়ে চারটি ব্যাটেলিয়নের বিরুদ্ধে বিদ্রোহের মামলার রায় দেওয়া হলো৷ আজকের মামলায় আসামি ছিল সবচেয়ে বেশি৷ এজন্য আদালত এলাকার নিরাপত্তাতেও ছিল বেশ কড়াকড়ি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ