1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর বিদ্রোহে ১০৯ জনের কারাদণ্ড

৬ জুন ২০১১

বিডিআর বিদ্রোহ মামলায় সিকিউরিটি ইউনিটের ১০৯ সদস্যকে সর্বোচ্চ ৭ বছর থেকে সর্বনিম্ন ৪ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে৷ আর ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/11VEI
বিডিআর বিদ্রোহ জন্যে গোয়েন্দা বাহিনির ব্যর্থতাকে দায়ী করা হয়েছেছবি: DW / Kumar Dey

বিদ্রোহের পর ইতিমধ্যেই বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি রাখা হয়েছে৷ এই বিদ্রোহের পেছনে অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনির ব্যর্থতাকে দায়ী করা হয়েছে৷

সিকিউরিটি ইউনিটের মোট ১১৩ জন সদস্যকে বিচারের মুখোমুখি করা হয়৷ ৩০ জন সাক্ষী এবং ১২ জন সাফাই সাক্ষী নিয়ে আজ রায় দেয়া হল৷ বিজিবির দরবার হলে ৭নম্বর বিশেষ আদালতে এই রায় ঘোষণা করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম৷ রায় ঘোষণার পর প্রসিকিউটর লে. কর্নেল মো. আতিকুজ্জামান সাংবাদিকদের ব্রিফ করেন৷ তিনি জানান, বিচারে ৩৪ জনকে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়৷ ৭৫ জনকে সর্বনিম্ন ৪ মাসসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়৷ এবং বেকসুর খালাস দেয়া হয় ৪ জনকে৷ যারা বেকসুর খালাস পেয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে৷

Bangladesh verschwundene Offiziere nach Meuterei
বিডিআর বিদ্রোহ অন্তত ৭৬ জন নিহত হনছবি: DW / Kumar Dey

লে. কর্নেল মো. আতিকুজ্জামান জানান, সিকউরিটি ইউনিট তাদের দায়িত্ব পালন করেনি, এই রায়ের মধ্য দিয়ে তারা দায়মুক্ত হল৷ তিনি সিকউরিটি ইউনিটকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেন৷ বিদ্রোহের ঘটনায় ভিতরের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা থাকলেও বাইরের গোয়েন্দাসংস্থাগুলো দায়ী নয় বলে জানান তিনি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক