বিধ্বংসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল
৯ নভেম্বর ২০১৯ঘন্টায় দেড়শো কিলোমিটার গতির ঘূর্ণিবায় নিয়ে শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল৷ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে ঢাকায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে ওই সময় উপকূলজুড়ে স্বাভাবিকের চেয়ে সাত ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস৷
শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘‘জোয়ার শুরু পাঁচটায়, পিক টাইম নয়টায়৷ এসময় উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে সাত ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে৷''
এর আগে শনিবার সকালেই বাগেরহাটের মোংলা ও পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর৷ চট্টগ্রাম সমুদ্রবন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে৷ তবে কক্সবাজারে আগের মতোই চার নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল রয়েছে৷
এদিকে, ঝড় মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকারের বিভিন্ন বিভাগ৷ উপকূলীয় বিভিন্ন জেলার ১৮ লাখ মানুষকে সন্ধ্যার আগেই চার হাজার ৭১টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার৷ স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল করা হয়েছে৷
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সাইক্লোন সিডর আঘাত হানলে কয়েকহাজার মানুষ প্রাণ হারায়৷ দক্ষিণ এশিয়ার দেশটিতে মাঝেমাঝেই ঘূর্ণিঝড় আঘাত হানে৷
এআই/কেএম (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)