1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহবান

হারুন উর রশীদ স্বপন৬ অক্টোবর ২০০৮

চট্টগ্রাম বন্দরে আগে যে কোন পণ্য ছাড়াতে কমপক্ষে ৪২টি ধাপ পার হতে হতো৷ আর এ জন্যে সময় লাগতো ২০ থেকে ৩০ দিনেরও বেশি৷ কাস্টমসের প্রশাসনিক জটিলতার কারণে বহু পণ্য নিলামেও উঠতো৷ সরাসরি আর্থিক ক্ষতির মধ্যে পড়তেন ব্যবসায়ীরা৷

https://p.dw.com/p/FV2j
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ (ফাইল ফটো)ছবি: DW

এই সমস্যা দূর করতে কাস্টম হাউসে আধুনিক প্রযুক্তি অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে৷ এখন মাত্র ৬টি ধাপ পার হয়ে কয়েক ঘন্টার মধ্যে পণ্য ছাড়ানো সম্ভব হচ্ছে৷ কম্পিউটারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ধাপগুলো সম্পন্ন হয়েছে৷

সোমবার ঢাকায় এই স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা প্রধান জেনারেল মইন ইউ আহমেদ৷

কাস্টমসের হিসেবে আধুনিক কম্পিউটার ও ইন্টারনেট পদ্ধতি ব্যবহারে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব আয় বেড়ে যাবে৷ পাশাপাশি কমবে ব্যবসায়ীদের হয়রানী ও দুর্নীতি৷ এর উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণ প্রাতিষ্ঠানিক সংস্কারের সুফল পাচ্ছে৷ তিনি সবাইকে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ নিশ্চিত করার আহবান জানান৷

উল্লেখ্য, নানা কারণে বাংলাদেশে বিনিয়োগ ১৬ ভাগ কমে গেছে৷

দেড়শ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সেনাবাহিনী ও চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় চালু হয়েছে৷ এতে চট্টগ্রাম বন্দরে নতুন দিগন্ত উন্মোচিত হলো৷ বিদেশ থেকে বছরে প্রায় ৬০ হাজার কোটি টাকার পণ্য আমদানী হয় চট্টগ্রাম বন্দর দিয়ে৷ ব্যবসা বাড়ানোর সুবিধার জন্য অন্যান্য বন্দরেও এই পদ্ধতি চালু করা হবে৷ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷