বিশ্বকাপের প্রতিশোধ
১৬ আগস্ট ২০১২আশা ছিল আর্জেন্টিনাকে হারিয়ে ইউরো কাপের কষ্ট কিছুটা লাঘব করবে জার্মানি৷ ইউরো আসরে ইটালির কাছে বাজেভাবে হেরেছিল জার্মানরা৷ এরপর থেকে কড়া সমালোচনা সহ্য করতে হচ্ছে দলকে৷ কিন্তু ফ্রাঙ্কফুর্টে জার্মানদের কষ্ট আরো বাড়লো৷ খেলার ২৯ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে অবৈধভাবে রুখতে গিয়ে লাল কার্ড পান জার্মান গোলকিপার রন-রবার্ট সিলার৷ নতুন গোলকিপার মাঠে নামাতে গিয়ে দল থেকে সরে যান থমাস ম্যুলার৷
মাঠে নামা নতুন গোলকিপার মার্ক-আন্দ্রে টেয়ার স্টেগেন অবশ্য শুরুতেই লিওনেল মেসি'র একটি পেনাল্টি শট রুখে দেন৷ তবে এরপর আর্জেন্টিনাকে ঠেকানো জার্মানদের পক্ষে বেশ কষ্টকর হয়ে ওঠে৷
দশ জনের জার্মান দলের উপর বাড়তি বোঝা তৈরি করেন সামি খেদিরা৷ প্রতিপক্ষের কর্নার কিক রুখতে গিয়ে নিজেদের গোলেই বল জড়ান তিনি৷ প্রথমার্ধের শেষ সময়ে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে জার্মানি৷ জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ এই বিষয়ে বলেন, ‘‘আমরা প্রথম ২০ থেকে ২৫ মিনিট ভালোই খেলছিলাম৷ এরপরই আসলো ‘লালকার্ড' এবং আত্মঘাতী গোল৷''
ফ্রাঙ্কফুর্টে খেলার দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি৷ সেদলের সার্গিও আগুইয়েরো এবং গন্সালো হিগুআইন'এর সহায়তায় গোলে বল জড়ান মেসি৷ এরপর তৃতীয় গোলটি পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টেনীয়দের৷ খেলার ৭৩ মিনিটের মাথায় ডি মারিয়া গোলপোস্টের ৩৫ মিটার দূর থেকে শট নিয়ে প্রতিপক্ষের গোলে বল জড়ান৷
দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার মতো প্রতিপক্ষকে ঠেকানো অত্যন্ত কঠিন৷ সেটা স্বীকার করেছেন জার্মান কোচ৷ ল্যোভ বলেন, ‘‘আর্জেন্টেনীয়রা খেলায় অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল এবং দশজনের দল নিয়ে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো অত্যন্ত কঠিন৷''
জার্মানির পক্ষে নান্দনিক সান্তনাসূচক গোলটি করেন হুভেডেস৷ খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে মারিও গোটস'এর বাড়িয়ে দেওয়া বল চমৎকার হেডে গোলে জড়ান তিনি৷
খেলা শেষে অবশ্য নিজের হতাশা আটকে রাখতে পারেননি বর্ষীয়ান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে৷ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘দশ জনের দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে কিছু করা কঠিন৷ কিন্তু ৩-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করাটা আমাদের উচিত হয়নি৷''
এআই / ডিজি (ডিপিএ)