বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট, মাক্রোঁ ও পুটিন
বিশ্বকাপ ফাইনালে সবার চোখ থাকবে মাঠে, এটাই খুব স্বাভাবিক৷ কিন্তু এবার গ্যালারিতেও বার বার চলে যাচ্ছিলো ক্যামেরার চোখ৷ গ্যালারিতে পুটিনের পাশাপাশি ছিলেন ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্ট এবং ফ্রান্সের সুদর্শন প্রেসিডেন্ট৷
অভিবাদন
রোববার রাতে ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০ বছর পর আবার বিশ্বকাপ জিতে নিয়েছে ফ্রান্স৷ ম্যাচের আগে দুই দলের সফলতা কামনা করে একে অপরকে অভিবাদন জানাচ্ছেন ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ফ্রান্স আর ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আর কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷
আত্মঘাতী গোলের পর প্রতিক্রিয়া
ক্রোয়েশিয়ার আত্মঘাতী গোলের পর হতাশ সে দেশের প্রেসিডেন্ট৷ এ সময় সান্ত্বনা দিতে এগিয়ে এলেন স্বামী ইয়াকভ কিটারোভিচ৷
পেনাল্টিতে গোল
ক্রোয়েশিয়ার ফুটবলারের হাতে বল লাগার পর পেনাল্টিতে গোল দেয় ফ্রান্স৷ সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভিআইপি গ্যালারিতে, প্রেসিডেন্ট মাক্রোঁর মাঝেও৷
গল্পে মশগুল তাঁরা
লুঝনিকি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে ম্যাচের ফাঁকে ফাঁকে মাক্রোঁ গল্পে মশগুল ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আর ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে৷
ফ্রান্সের তৃতীয় গোল
তৃতীয় গোলের পর চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যায় ফ্রান্স৷ প্রেসিডেন্ট মাক্রোঁকে দেখে তাঁর উত্তেজনা টের পাচ্ছিলন সবাই৷
শিরোপা জয়
শেষ বাঁশি বেজে গেছে৷ জিতে গেছে ফ্রান্স৷ দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের আনন্দ-উত্তেজনা যে বাঁধ ভাঙা, প্রেসিডেন্ট মাক্রোঁর উচ্ছ্বাসই তা বলে দেয়৷
ক্রোয়েশিয়ার কোচকে অভিনন্দন
ফ্রান্স শিরোপা জয় করলেও ফুটবল ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে ক্রোয়েশিয়া৷ ম্যাচ শেষে ক্রোয়েশিয়া দলের কোচকে অভিনন্দন জানান দেশটির প্রেসিডেন্ট৷
কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ
এবারের বিশ্বকাপ আসরে ফুটবলের প্রতি ভালোবাসা দেখিয়ে সবার মন জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷
মদ্রিচের জন্য ভালোবাসা
শিরোপার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু লুকা মদ্রিচরা ক্রোয়েশিয়াকে এনে দিয়েছেন ইতিহাসের সেরা সাফল্য৷ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার জন্য মদ্রিচ পেয়েছেন গোল্ডেন বল৷ আর তাই প্রেসিডেন্ট উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন মদ্রিচকে৷
পরের বার হবে হয়ত
এবারের বিশ্বকাপে আয়োজক দেশ রাশিয়া শিরোপা না জিতলেও অনেক দূর গিয়েছিল৷ পুটিন যেভাবে কাপটি ছুঁয়ে দেখছেন তাতে মনে হচ্ছে তিনি মনে মনে যেন বলছেন, ‘‘এবার হয়নি, কিন্তু পরের বার এই কাপ আমাদের হবে৷’’