1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ফুটবলে জার্মান নারীরা নাকি তৃতীয় স্থান পাবেন

২২ জুন ২০১১

জার্মানির ট্যুবিঙেন বিশ্ববিদ্যালয়ের ৪ বিজ্ঞানী অনেক অঙ্ক কষে পূর্ববাণী করেছেন৷ তাঁদের কথা ফলে গেলে এবারের বিশ্বকাপ জয় করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷

https://p.dw.com/p/11hgq
খেলা শুরু হতে আর বেশি দেরী নেই !ছবি: picture-alliance/Fotoagentur K

যে কোনো খেলার ফলাফল সম্পর্কে আগে থেকেই জানার আগ্রহ কমবেশি সবারই আছে৷ কেউ সেটা করেন রোমাঞ্চের জন্য, কেউ বা বাজি রাখেন বন্ধুদের সঙ্গে৷ তবে জুয়াড়িদের কাছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ৷ এক-একটি ম্যাচের পেছনে কোটি কোটি টাকার বাজি রাখে তারা৷

জার্মানির ‘অক্টোপাস পল'এর অকালমৃত্যুর পর খেলার ফলাফলের পূর্ববাণী তেমন আর শোনা যাচ্ছে না৷ এবার জার্মানিরই ট্যুবিঙেন বিশ্ববিদ্যালয় আসন্ন প্রমীলা বিশ্বকাপে বিভিন্ন দলের গুণাগুণ বিচার করে একটি রিপোর্ট প্রকাশ করেছে৷ দাঁড়িপাল্লায় তাদের ক্ষমতা ও দুর্বলতার তুলনা করে তাতে বৈজ্ঞানিক ভিত্তিতে তাদের সাফল্যের সম্ভাবনা তুলে ধরা হয়েছে৷ সেই তথ্য অনুযায়ী, পর পর দু-দুবার বিশ্বকাপ জয়ী জার্মানির প্রমীলা দল নাকি তৃতীয় স্থান অধিকার করবে৷

06.2011 DW-TV FIFA-Frauenfußball WM 2011 Podcast Cover

বিশ্ববিদ্যালয়ের ৪ জন বিজ্ঞানী বিস্তর অঙ্ক কষে আরও বার করেছেন, যে এবারের বিশ্বকাপের শিরোপা নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা৷ ফাইনালে তারা নরওয়েকে পরাস্ত করে এই সাফল্য অর্জন করবে৷ সেমি ফাইনাল পর্যায়েই বিদায় নেবে জার্মানি৷

কোন কোন বিষয়ের ভিত্তিতে এই পূর্ববাণী করলেন বিজ্ঞানীরা? পরিশ্রম কম করেন নি তাঁরা৷ কে কেমন খেলে, সেই সব তথ্য তো বিচার করেছেনই – খেলোয়াড়দের শিক্ষাগত যোগ্যতা, আয়, অংশগ্রহণকারী দেশগুলির সমাজে নারীদের অধিকার ও তাদের অবস্থানের মতো বিষয়ের প্রতিও নজর দিয়েছেন তাঁরা৷ শুধু কে কত ভালো ফুটবল খেলে, তা বিচার করে এযাবৎ কোনো নির্ভরযোগ্য পূর্ববাণী করা সম্ভব হয় নি৷ তাই এবার অন্যান্য বিষয়গুলিও যোগ করা হয়েছে৷

তবে বিজ্ঞানীরা হলফ করে বলছেন না, যে বাস্তবে তাদের পূর্ববাণী হুবহু ফলে যাবে৷ জার্মান নারীরাই তৃতীয় বার বিশ্বকাপ জয় করে হ্যাট-ট্রিক করুন – মনে মনে তাঁরাও সেটা চান৷ গোটা দেশই ঠিক সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করে রয়েছে৷ আগামী ২৬শে জুন থেকে ১৭ই জুলাই পর্যন্ত জার্মানিতে বসছে প্রমীলা বিশ্বকাপের আসর৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ