মেসির সেরা ৫০ গোল
১২ জানুয়ারি ২০১৬হ্যাঁ, ২০০৯ থেকে ২০১২ – এই চারবার এবং তারপর দু'বছরের বিরতি শেষে ২০১৫ সালেও বর্ষসেরা হলেন মেসি৷ সেই সুবাদে ‘সোনার বল' আবার তাঁর হাতে৷ সোমবার জুরিখে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাঁর হাতে বহু আরাধ্য এ পুরস্কার তুলে দেয়া হয়৷
পুরস্কার গ্রহণের সময়ও মেসি ছিলেন শান্ত, ধীর-স্থির এবং প্রায় উচ্ছ্বাসহীন৷ বিশ্বসেরার আসন ফিরে পাওয়ার মুহূর্তেও কে এত নিরাবেগ থাকতে পারেন? আসলে এমন শান্ত স্বভাবের জন্যও তো মেসি সবার এত প্রিয়!
যেমনটি ভাবা হয়েছিল এবারে লড়াইটা ঠিক সেরকমই হয়েছে৷ প্রত্যাশা মতো, রোনাল্ডো আর নেইমারই ছিলেন মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী৷ বরাবরের মতো এবারও সেরা ফুটবলার বেছে নেয়ার দায়িত্ব ছিল ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও বাছাই করা ক্রীড়া সাংবাদিকদের ওপর৷ তাঁদের ভোটেই মেসি আবার সেরা৷ মোট ভোটের ৪১.৩৩ শতাংশ পেয়েছেন মেসি, রোনাল্ডো পেয়েছেন ২৭.৭৬ শতাংশ আর নেইমার মাত্র ৭.৮৬ শতাংশ!
‘বালঁ দর'-এর ভোট যুদ্ধের মতো ক্লাব ফুটবলেও রোনাল্ডোই ছিলেন মেসির সবচেয়ে শক্ত প্রতিপক্ষ৷ তবে শিরোপা সাফল্যে মেসির কাছাকাছিই যেতে পারেননি ‘সিআর সেভেন'৷ বার্সেলোনার হয়ে গত বছর পাঁচটি শিরোপা জিতেছেন মেসি৷ ৪৩ গোল করে লা লিগা মৌসুম শেষ করেছেন, চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন ১০ গোল৷ বার্সেলোনা যে পাঁচটি শিরোপা জিতেছে তার সবগুলোর ফাইনালেই গোল করেছেন মেসি৷ এত সাফল্য যাঁর, তাঁর হাতেই তো মানায় বর্ষসেরার পুরস্কার!
মেসির আলোয় অত্যুজ্জ্বল ২০১৫ সালের ফুটবল মৌসুম যাঁরা মিস করেছেন, তাঁদের জন্য সুন্দর একটি উপহার রয়েছে ইউটিউব-এ৷ দারুণ একটি ভিডিও যাতে রয়েছে ২০১৪-১৫ মৌসুমে মেসির করা সেরা ৫০টি গোল৷ সবাই হুমড়ি খেয়ে পড়ছেন এই ভিডিওতে৷ এ পর্যন্ত ১ কোটি ৩ লক্ষ ২৬ হাজার ৩৪০ বার দেখা হয়েছে ভিডিওটি৷
এসিবি/ডিজি (ডিপিএ, ইউটিউব)