বিশ্বের শীর্ষ ৮টি টেলিযোগাযোগ কোম্পানি
টেলিযোগাযোগ শিল্প গত কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে৷ ব্যবসা এবং প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে এটি৷ ছবিঘরে জেনে নিন বিশ্বের সেরা ৮টি টেলিযোগাযোগ কোম্পানির কথা৷
চায়না মোবাইল লিমিটেড
চীনের শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি এটি৷ এদের গ্রাহক সংখ্যা ৮৪ কোটি ৯০ লাখ৷ ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত এর বাজার দর ছিল ২১ হাজার ৫৩০ কোটি ডলার৷
ভেরিজোন কমিউনিকেশনস ইনকর্পোরেশন
এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি৷ ২০১৭ সালের এপ্রিলে এর বাজার দর ছিল ১৯ হাজার ১৭২ কোটি মার্কিন ডলার৷ ভেরিজোন বর্তমানে ১৫০টি দেশে কাজ করছে৷
এটি অ্যান্ড টি ইনকর্পোরেশন
এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি৷ এর বাজার দর ২৪ হাজার ৫৫৮ কোটি মার্কিন ডলার৷ এটি বিশ্বের ২০০ টি দেশে ‘ভয়েস সার্ভিস’ প্রদান করে এবং এ সব দেশে এদের ৩৪ হাজার ওয়াইফাই হটস্পট রয়েছে৷ এদের ওয়েবসাইটে বলা হয়েছে, এরা ৩৫ কোটি ৫০ লাখ মানুষকে সেবা দিয়ে থাকে৷
ভোডাফোন গ্রুপ প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার
এদের সদরদপ্তর যুক্তরাজ্যে৷ এদের মোবাইল ব্যবহারকারী গ্রাহক সংখ্যা ৪৪ কোটি ৪০ লাখ৷ ২০১৬ সালে এপ্রিলে এর বাজার দর ছিল ৬ হাজার ৮৪১ কোটি মার্কিন ডলার৷ ভোডাফোন যুক্তরাজ্যের অন্যতম দামি ব্র্যান্ড এবং ২৬ টি দেশে এদের মোবাইল সুবিধা রয়েছে৷
নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন করপোরেশন
জাপানের এই টেলিযোগাযোগ কোম্পানিটির বাজার দর ২০১৭ সালের এপ্রিলে ছিল ৮ হাজার ৬১৩ কোটি মার্কিন ডলার৷
সফটব্যাংক গ্রুপ কর্পোরেশন
এটি ১৯৮১ সালে জাপানের এই কোম্পানিটি যাত্রা শুরু করে, সফটওয়্যার পরিবেশক হিসেবে৷ এর বাজার দর ৮১ হাজার ৪৫৯ মিলিয়ন মার্কিন ডলার৷
ডয়চে টেলিকম ডয়চে টেলিকম এজি
জার্মান এটি কোম্পানিটির মোবাইল গ্রাহক সংখ্যা ১০ কোটিরও বেশি৷ বর্তমানে ৫০টি দেশে তাদের ২ লাখ ১৮ হাজারেরও বেশি কর্মী রয়েছে৷ এর বাজার দর ৭ হাজার ৬১১ কোটি মার্কিন ডলার৷
টেলিফোনিকা এসএ
স্পেনের এই কোম্পানিটি ২১টি দেশে সেবা দিচ্ছে৷ তবে এর বেশিরভাগ গ্রাহক ল্যাটিন অ্যামেরিকার৷ এই কোম্পানির বাজার দর ৫ হাজার ২৮৪ কোটি মার্কিন ডলার৷ এই কোম্পানির তিনটি ব্র্যান্ডের আলাদা টার্গেট গ্রাহক আছে৷ মুভিস্টার স্পেন আর ল্যাটিন অ্যামেরিকায় সেবা দেয়, ওটু যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় সেবা দেয় আর ভিভো ব্রাজিলে সেবা দেয়৷