1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রায় আইনস্টাইন

২৫ জানুয়ারি ২০২০

সুইজারল্যান্ডের সরকারি টাকশাল থেকে বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রা বের করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে৷ ১৯৯ সুইস ফ্রাংক বা সাড়ে ১৭ হাজার টাকায় এটি কেনা যাবে৷

https://p.dw.com/p/3Wnkz
Pressebild Swissmint | Smallest gold coin in the world | Albert Einstein
ছবি: Benjamin Zurbriggen Fotografie

২০২০ সালের স্মারক মুদ্রা হিসেবে এটি বের করেছে সুইসমিন্ট৷ আপেক্ষিকতা তত্ত্বের জনক আলব্যার্ট আইনস্টাইনকে সম্মান দেখাতে মুদ্রায় তাঁর ছবি ব্যবহার করা হয়েছে৷ এতে আইনস্টাইনকে জিহ্বা বের করা অবস্থায় দেখা যাবে৷ তবে মুদ্রাটি এতই ছোট যে, এই দৃশ্য দেখতে অনেক কসরত করতে হবে৷ বিষয়টি চিন্তা করে সুইসমিন্ট মুদ্রার সঙ্গে একটি করে আতশকাচও দিচ্ছে৷ 

০.১২ ইঞ্চির এই ওজন ০.০৬৩ গ্রাম৷ এটি অনলাইনে কেনা যাবে৷ তবে মাত্র ৯৯৯টি পয়সা বানানো হয়েছে৷

১৮৯৭ সালে জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন আইনস্টাইন৷ ১৯০৩ থেকে ১৯০৫ সাল পর্যন্ত তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ বাস করেন৷ সেখানেই তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করেছিলেন৷

আইনস্টাইন সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়েছিলেন৷

মেলিসা ফান ব্রুনারসুম/জেডএইচ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য