বিশ্বের সেরা অস্ত্র ব্যবসায়ীরা
অস্ত্র কেনাবেচা বাড়ছে, অস্ত্রের প্রয়োগ বাড়ছে, বাড়ছে যুদ্ধ-হানাহানিজনিত মৃত্যু৷ সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট৷ সেই তালিকা অবলম্বনেই আজকের ছবিঘর৷
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি শতকরা ২৩ ভাগ বেড়েছে৷তাদের রপ্তানির জন্য তৈরি করা অস্ত্রের শতকরা ৪৩ ভাগ যায় এশিয়া-ওশেনিয়া অঞ্চলে, মধ্যপ্রাচ্যে যায় ৩২ শতাংশ৷ বিশ্বের মোট ৯৪টি দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনে৷ যুদ্ধ বিমান, হেলিকপ্টার গানশিপ, ট্যাংক ছাড়াও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং রকেট বিক্রি করে যুক্তরাষ্ট্র৷
রাশিয়া
রাশিয়া থেকে অস্ত্র কেনে ৫৬টি দেশ৷ বিশ্ব অস্ত্র বাজারের শতকরা ২৭ ভাগ রাশিয়ার নিয়ন্ত্রণে৷ রাশিয়ার বেশির ভাগ অস্ত্রের ক্রেতা ভারত, চীন আর আলজেরিয়া৷ এই তিন দেশেই প্রায় ৬০ ভাগ অস্ত্র রপ্তানি করে রাশিয়া৷ রুশ অস্ত্র এবং সমর সরঞ্জামের মধ্যে যুদ্ধবিমান, ট্যাংক, নিউক্লিয়ার সাবমেরিন এবং অ্যাসল্ট রাইফেলের চাহিদাই বেশি৷
চীন
চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করে পাকিস্তান (৪১ ভাগ), বাংলাদেশ (১৬ ভাগ) এবং মিয়ানমার (১২ ভাগ)৷ গত ১০ বছরে চীনের অস্ত্র রপ্তানি ১৪৩ ভাগ বেড়েছে৷
জার্মানি
জার্মানি যুক্তরাষ্ট্র, রাশিয়া আর চীনের অস্ত্র রপ্তানি যখন বাড়ছে, তখন জার্মানির বিপরীত অবস্থা৷ গত ১০ বছরে দেশটির শতকরা ৪৩ ভাগ অস্ত্র রপ্তানি কমেছে৷ তারপরও অন্তত ৫৫টি দেশ অস্ত্র কেনে ইউরোপের এই দেশটি থেকে৷
ফ্রান্স
জার্মানির মতো ফ্রান্সেরও অস্ত্র রপ্তানি কমেছে৷ গত ১০ বছরে শতকরা ২৭ ভাগ রপ্তানি কমেছে তাদের৷ ফ্রান্সের সবচেয়ে বড় ক্রেতা মরক্কো, চীন এবং সংযুক্ত আরব আমীরাত৷
ব্রি্টেন
ব্রিটেনের অস্ত্র ব্যবসা বলতে গেলে সৌদি আরবের জন্যই টিকে আছে৷ মধ্যপ্রাচ্যের দেশটি ব্রিটেনের মোট ৪১ ভাগ অস্ত্র কেনে৷
স্পেন
বিশ্বমন্দার কারণে দেশে অর্থনীতির হাল এখন যেমনই হোক, বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় স্পেনও আছে৷ স্পেনের সবচেয়ে বড় ক্রেতা অস্ট্রেলিয়া৷