বিশ্বের সেরা কিছু বইমেলা
প্রকাশনা শিল্পে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বইমেলা৷ কেনা-বেচার পাশাপাশি এসব মেলায় জ্ঞান, সৃজনশীলতার বহিঃপ্রকাশ ও সম্মিলন ঘটে৷ ছবিঘরে বিশ্বের সেরা এবং বড় বইমেলাগুলোর কথা তুলে ধরা হলো৷
ফ্রাঙ্কফুর্ট বইমেলা
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা এটি৷ সবচেয়ে বড় বইয়ের বাণিজ্য মেলাও৷ কিন্তু এই মেলায় পাঠকরা বই কিনতে পারেন না৷ তবে বইয়ের সত্ত্ব বিক্রি হয় এখানে৷ প্রকাশকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই মেলা৷ ফ্রাঙ্কফুর্ট বইমেলায় সবচেয়ে বেশি পর্যটক যান৷ পাঁচদিনব্যাপী চলে এই মেলা৷বই প্রকাশকদের জন্য সাড়ে পাঁচশ’ বছরের ইতিহাসসমৃদ্ধ এই মেলার মতো মিলনমেলা আর কোথাও নেই৷
লন্ডন বইমেলা
গত অর্ধ শতক ধরে প্রতি বছর এই মেলা আয়োজন করা হয়৷ মেলাটি মূলত ছোট প্রকাশনা সংস্থাগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ৷ ইউরোপে ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরই এর অবস্থান৷ গত কয়েক বছর ধরে অলিম্পিয়ায় অনুষ্ঠিত হচ্ছে মেলাটি৷ এর আগে লন্ডনের বিভিন্ন স্থানে আয়োজন করা হতো৷
বুকএক্সপো অ্যামেরিকা বা বিইএ
যুক্তরাষ্ট্রের বৃহত্তম বার্ষিক এই বইমেলা চারদিন ধরে চলে৷ প্রতি বছর এর স্থান পরিবর্তন হয়, অর্থাৎ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এই মেলার আয়োজন হয়, যা বিশ্বের আর কোনো মেলার ক্ষেত্রে দেখা যায় না৷ গ্রীষ্মের শুরুতেই অনুষ্ঠিত হয় এই মেলা৷
আবুধাবি আন্তর্জাতিক বইমেলা
প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা৷ আবুধাবির সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রণালয় ফ্রাঙ্কফুর্ট বইমেলা কর্তৃপক্ষের সঙ্গে মিলে এই মেলা আয়োজন করে৷ তাই এই মেলাতেও লাইসেন্স, সত্ত্ব বিক্রি নিয়ে আলাপ-আলোচনা হয়৷ আবুধাবি মেলায় গুরুত্ব পায় আরবি ভাষায় লেখা বই৷ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রকাশনাগুলোই এতে বেশি অংশ নেয়৷
হংকং বইমেলা
এই মেলা যাত্রা শুরু করে ১৯৯০ সালে৷ সাধারণত প্রতিবছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় এটি৷ হংকং বইমেলা এশিয়ার সবচেয়ে বড় বইমেলা৷
নতুন দিল্লি বিশ্ব বইমেলা
নতুন দিল্লি বিশ্ব বইমেলার পথচলা শুরু হয় ১৯৭২ সালে ভারতের রাজধানী নয়া দিল্লিতে৷ বর্তমানে এর আয়োজক ন্যাশনাল বুক ট্রাস্ট৷ বছরের শুরুতেই এই মেলা বসে৷ ১৮টি ভাষার প্রায় ১২ হাজার প্রকাশক এতে অংশ নেন৷
কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা
প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয় এই বইমেলা৷ কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে মূলত বাংলা বই-ই বিক্রি হয়৷ মেলাটি ‘কলকাতা বইমেলা’ নামেই বেশি পরিচিত৷ ১২ দিনব্যাপী চলে এই মেলা৷
অমর একুশে গ্রন্থমেলা
পরিচিত একুশে বইমেলা নামে৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় ‘ভাষার মাস’ ফেব্রুয়ারি জুড়ে চলে এই মেলা৷ ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা ৩২টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন৷ ১৯৮৩ সালে কাজী মনজুরে মওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন সম্পন্ন করেন৷