বিশ্ব সংস্কৃতির বর্ণময় কার্নিভাল
১৫ জুন ২০১১গরমের তাপমাত্রা সাতাশ৷ বাতাস ফুরফুরে৷ নানাসুরে ঝলমলে উজ্জ্বল দিন৷ অমলিন সকাল৷ আবালবৃদ্ধবণিতা পথের দুইপাশে৷ পরবাসে এথনিক কালচার৷ তোমার-আমার মিলনের মিশ্র-সংস্কৃতি৷ স্মৃতি আর গীতি একাকার৷ যার নাম কার্নিভাল৷ গতকাল হয়ে যায় স্বকাল৷ বিদেশ হয় আত্মিক পরিবেশ৷
গোটা তল্লাট মুখরিত৷ বৈশ্বিক এথনিক কালচার তথা নানা দেশীয় আদি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির শৈল্পিক নন্দনে বার্লিন কার্নিভাল গৌরাবান্বিত৷ একটানা চারদিন কার্নিভাল৷ শুক্র থেকে সোমবার৷ হরেক অনুষ্ঠানাদি৷ নানা দেশের৷ রবিবার আরো জমজমাট৷ বার্লিনের প্রশস্ত পথজুড়ে, সকাল এগারটা থেকে, দুনিয়ার অধিকাংশ দেশের বিচিত্র পোশাক, সাজ, নাচ, শোভাযাত্রা৷ উন্মাতাল গান-বাজনা৷
বার্লিনের বাঙালি নারীকুলের পরনে রঙিন তাঁতের আটপৌরে দেহাতি শাড়ি৷ পায়ে মল৷ কানে ঝুমকো৷ নাকে নথ৷ চুড়ির বাহার বাজুতে৷ কপালে বিরাট টিপ৷ খোঁপায় রজনীগন্ধার বদলে জার্মানফুলের গুচ্ছ৷ শাদা-লাল-নীল-হলুদ-সবুজ৷ হাতে নকসি-মাটির সরা৷ কুলো৷ বঙ্গীয় পুরুষকুলের পরনে লুঙ্গি৷ ধুতি৷ ঝলমলে ফতুয়া ও পাঞ্জাবি৷ কোমরে গামছা৷ মাথায় বাঁশচটের মাথালি৷ হাতে বাঁশি৷ একতারা৷ খোলকরতাল৷ মৃদঙ্গ৷
বাংলার লোকসংগীতের লহরে, কার্নিভালে, বঙ্গীয় নারীপুরুষ এতটা লাস্যময় হতে পারেন নাচে, কল্পনাতীত৷ তাঁরা তুলে ধরেছেন বাংলার এথনিক কালচার৷ কার্নিভালে বাংলাদেশের রাষ্ট্রদূত মওসুদ মান্নানও সামিল৷ বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো তুলে ধরার বাসনা আগামী কার্নিভালে৷
বাংলাদেশের ছাত্রী পিউ বলেন, আমার দেশের সংস্কৃতি এখানে পরিচিত করছি৷ একই কথা আরো অনেক দেশের শিল্পীদের৷ জার্মানদের কথা : মিশ্র-সংস্কৃতির দৌলতে আমাদের সংস্কৃতিও ধনী৷ সন্দেহ নেই৷ তর্ক নেই৷ আমরা সুখী৷
প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক