1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব সংস্কৃতির বর্ণময় কার্নিভাল

১৫ জুন ২০১১

দেশীয় সংস্কৃতির রূপারোপ, কৌলিন্য, বৈশ্বিক মানুষের কাছে তুলে ধরার গরিমা অবশ্যই জলমাটির ঐতিহ্যে সঘন৷ পোশাকে, নাচে-গানে-বাজনায়, জাঁকজমকে এই কুলিনতা নিয়ে বার্লিনের কার্নিভাল মনকাড়ানিয়া৷

https://p.dw.com/p/11aQA
Teilnehmer des Karnevals der Kulturen ziehen am Sonntag (12.06.2011) durch Berlin-Kreuzberg. Wie in jedem Jahr säumten auch diesmal tausende Zuschauer die Strecke des traditionellen Umzuges an Pfingstsonntag. Foto: Herbert Knosowski dpa/lbn +++(c) dpa - Bildfunk+++
কার্নিভালের একটি দৃশ্যছবি: picture alliance / dpa

গরমের তাপমাত্রা সাতাশ৷ বাতাস ফুরফুরে৷ নানাসুরে ঝলমলে উজ্জ্বল দিন৷ অমলিন সকাল৷ আবালবৃদ্ধবণিতা পথের দুইপাশে৷ পরবাসে এথনিক কালচার৷ তোমার-আমার মিলনের মিশ্র-সংস্কৃতি৷ স্মৃতি আর গীতি একাকার৷ যার নাম কার্নিভাল৷ গতকাল হয়ে যায় স্বকাল৷ বিদেশ হয় আত্মিক পরিবেশ৷

গোটা তল্লাট মুখরিত৷ বৈশ্বিক এথনিক কালচার তথা নানা দেশীয় আদি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির শৈল্পিক নন্দনে বার্লিন কার্নিভাল গৌরাবান্বিত৷ একটানা চারদিন কার্নিভাল৷ শুক্র থেকে সোমবার৷ হরেক অনুষ্ঠানাদি৷ নানা দেশের৷ রবিবার আরো জমজমাট৷ বার্লিনের প্রশস্ত পথজুড়ে, সকাল এগারটা থেকে, দুনিয়ার অধিকাংশ দেশের বিচিত্র পোশাক, সাজ, নাচ, শোভাযাত্রা৷ উন্মাতাল গান-বাজনা৷

Teilnehmer des Karnevals der Kulturen ziehen am Sonntag (12.06.2011) durch Berlin Kreuzberg. Wie in jedem Jahr säumten auch diesmal tausende Zuschauer die Strecke des traditionellen Umzuges an Pfingstsonntag. Foto: Herbert Knosowski dpa/lbn +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বার্লিনের বাঙালি নারীকুলের পরনে রঙিন তাঁতের আটপৌরে দেহাতি শাড়ি৷ পায়ে মল৷ কানে ঝুমকো৷ নাকে নথ৷ চুড়ির বাহার বাজুতে৷ কপালে বিরাট টিপ৷ খোঁপায় রজনীগন্ধার বদলে জার্মানফুলের গুচ্ছ৷ শাদা-লাল-নীল-হলুদ-সবুজ৷ হাতে নকসি-মাটির সরা৷ কুলো৷ বঙ্গীয় পুরুষকুলের পরনে লুঙ্গি৷ ধুতি৷ ঝলমলে ফতুয়া ও পাঞ্জাবি৷ কোমরে গামছা৷ মাথায় বাঁশচটের মাথালি৷ হাতে বাঁশি৷ একতারা৷ খোলকরতাল৷ মৃদঙ্গ৷

বাংলার লোকসংগীতের লহরে, কার্নিভালে, বঙ্গীয় নারীপুরুষ এতটা লাস্যময় হতে পারেন নাচে, কল্পনাতীত৷ তাঁরা তুলে ধরেছেন বাংলার এথনিক কালচার৷ কার্নিভালে বাংলাদেশের রাষ্ট্রদূত মওসুদ মান্নানও সামিল৷ বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরো তুলে ধরার বাসনা আগামী কার্নিভালে৷

বাংলাদেশের ছাত্রী পিউ বলেন, আমার দেশের সংস্কৃতি এখানে পরিচিত করছি৷ একই কথা আরো অনেক দেশের শিল্পীদের৷ জার্মানদের কথা : মিশ্র-সংস্কৃতির দৌলতে আমাদের সংস্কৃতিও ধনী৷ সন্দেহ নেই৷ তর্ক নেই৷ আমরা সুখী৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক