1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুদ্ধিজীবী হত্যার বিচার চান নিহতদের স্বজনরা

১৪ ডিসেম্বর ২০১১

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস৷ ১৯৭১ সালের এই দিনে বাঙালির বিজয় যখন দুয়ারে তখন জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামসরা বুদ্ধিজীবী হত্যার নীলনক্সা বাস্তবায়ন করে৷

https://p.dw.com/p/13RqP
Titel: Remains of killed Intellectuals Keywords: Bangladesh, bangladesch, Dhaka, intellectual, killing, remains Rights: Our Dhaka Correspondent Mr. Harun Ur Rashid Swapan has taken the picture. He gives all rights to DW to use it! (photo @ Harun Ur Rashid and Dw is permited to use it) ATTENTION: All of these photographs are taken from the National Archives of Dhaka, Bangladesh. Our correspondent (Harun Ur Rashid) has taken the pictures from the archives. All of these photos are for Public use!
১৯৭১ সালে বৃদ্ধিজীবী হত্যাযজ্ঞের চিহ্নছবি: Dhaka National Archives

ঘাতকরা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বুদ্ধিজীবীদের৷ কিন্তু আজও বুদ্ধিজীবী হত্যার কোন বিচার হয়নি৷ তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছন ট্রাইবুনালের তদন্তকারীরা৷

শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী৷ বাবার মতই চিকৎসক হয়েছেন৷ তাঁর বাবাকে মাওলানা মান্নানের নির্দেশে বাসা থেকে নিয়ে হত্যা করা হয়েছিল৷ বাবার ঘাতকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত ঘাতকদের কিছুই হয়নি৷ তিনি চান এখন ঘটনার তদন্ত করে বিশেষ ট্রাইবুনালে বিচার করা হোক৷

Titel: Intellectuals killed in 1971 in Bangladesh Keywords: Bangladesh, bangladesch, Dhaka, intellectual, killing, 1971 Rights: Our Dhaka Correspondent Mr. Harun Ur Rashid Swapan has taken the picture. He gives all rights to DW to use it! (photo @ Harun Ur Rashid and Dw is permited to use it)
১৯৭১ সালে শহীদ বৃদ্ধিজীবীদের একাংশছবি: Dhaka National Archives

আর শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে শাহীন রেজানুর জানান, বাবার লাশ তারা পাননি৷ তাঁর মতে, প্রচলিত আদালতে বিচার হলে বিচার পাওয়া যাবে না৷

তবে এর আগে বুদ্ধিজীবী হত্যা মামলা খারিজ হলেও নতুন করে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দল৷ তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান, বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারীদের সনাক্ত করা গেছে৷ জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হবে৷

তিনি জানান, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত দুই জন চৌধুরী মইনুদ্দিন এবং আশরাফুজ্জামান দেশের বাইরে পলাতক৷ সানাউল হক বলেন, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেই বুদ্ধিজীবী হত্যার বিচার হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য