বুদ্ধিজীবী হত্যার বিচার চান নিহতদের স্বজনরা
১৪ ডিসেম্বর ২০১১ঘাতকরা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ বুদ্ধিজীবীদের৷ কিন্তু আজও বুদ্ধিজীবী হত্যার কোন বিচার হয়নি৷ তবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছন ট্রাইবুনালের তদন্তকারীরা৷
শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী৷ বাবার মতই চিকৎসক হয়েছেন৷ তাঁর বাবাকে মাওলানা মান্নানের নির্দেশে বাসা থেকে নিয়ে হত্যা করা হয়েছিল৷ বাবার ঘাতকদের বিরুদ্ধে মামলাও করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত ঘাতকদের কিছুই হয়নি৷ তিনি চান এখন ঘটনার তদন্ত করে বিশেষ ট্রাইবুনালে বিচার করা হোক৷
আর শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে শাহীন রেজানুর জানান, বাবার লাশ তারা পাননি৷ তাঁর মতে, প্রচলিত আদালতে বিচার হলে বিচার পাওয়া যাবে না৷
তবে এর আগে বুদ্ধিজীবী হত্যা মামলা খারিজ হলেও নতুন করে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দল৷ তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান, বুদ্ধিজীবী হত্যার মূল পরিকল্পনাকারীদের সনাক্ত করা গেছে৷ জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আনা হবে৷
তিনি জানান, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত দুই জন চৌধুরী মইনুদ্দিন এবং আশরাফুজ্জামান দেশের বাইরে পলাতক৷ সানাউল হক বলেন, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেই বুদ্ধিজীবী হত্যার বিচার হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক