জার্মানি ও হল্যান্ড
১০ নভেম্বর ২০১২আমস্টারডামে অনুষ্ঠেয় ম্যাচের জন্য দুই দলই খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে৷ জার্মান দলে অনেকদিন পর ফিরেছেন গোলরক্ষক রেনে আডলার৷ বুন্ডেসলিগায় হামবুর্গের হয়ে খেলা আডলার একসময় জার্মানির এক নম্বর গোলরক্ষক ছিলেন৷ কিন্তু ২০১০ সালের বিশ্বকাপের আগে ইনজুরির কারণে তাঁকে দলের বাইরে চলে যেতে হয়েছিল৷ আডলারের জায়গায় বিশ্বকাপে খেলেছিলেন মানুয়েল নয়ার, যিনি বর্তমানে জার্মানির এক নম্বর গোলরক্ষক৷
হল্যান্ডের বিপক্ষে নয়ার আর আডলার দুজনকেই রেখেছেন কোচ ইওয়াখিম ল্যোভ৷
আডলার জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০১০ সালের নভেম্বরে সুইডেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে৷ এরপর আবারও ইনজুরির শিকার হয়ে প্রায় এক বছর ফুটবলের বাইরে ছিলেন৷
সম্প্রতি হামবুর্গের হয়ে ভালো খেলায় কোচ ল্যোভ আডলারকে দলে ডাকেন৷
এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শালকের মিডফিল্ডার রোমান নয়শটেটা৷
ইনজুরির কারণে দলে থাকতে পারছেন না সামি খেদিরা, হোলগার বাডস্টুবার ও মারিও গোমেজ৷ অন্যদিকে অসুস্থতা থেকে দলে ফিরছেন মাটস হুমেলস ও লার্স বেন্ডার৷
দলে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবেন মিরোস্লাভ ক্লোজে৷
ল্যোভ বলেছেন, বছরের শেষ ম্যাচটায় তিনি জিততে চান৷ উল্লেখ্য, এ বছর জার্মান জাতীয় দলের এটাই শেষ খেলা৷ এক বছর আগে হল্যান্ডের সঙ্গে প্রীতিম্যাচে জার্মানি ৩-০ গোলে জিতেছিল৷ এছাড়া এ বছরের ইউরোতে গ্রুপ পর্বের খেলায় হল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল জার্মানি৷
খেলাটা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত পেরিয়ে দেড়টায়৷
বুধবার আরও যেসব গুরুত্বপূর্ণ প্রীতিম্যাচ হবে সেগুলো হচ্ছে সুইডেন বনাম ইংল্যান্ড, ইটালি বনাম ফ্রান্স৷
জেডএইচ / এএইচ (ডিপিএ)