1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা জয় করল বোরুসিয়া ডর্টমুন্ড

১ মে ২০১১

ঘরের মাঠে নুরেমবার্গকে হারিয়ে বুন্ডেসলিগা শিরোপা জয় করে নিল বোরুসিয়া ডর্টমুন্ড৷ আরো দুটো খেলা এখনো বাকি৷ কিন্তু পয়েন্ট তালিকায় ডর্টমুন্ডকে পেছনে ফেলার মতো আর কোন দল নেই৷

https://p.dw.com/p/1173O
শিরোপা জয়ের পর ডর্টমুন্ডের উল্লাসছবি: picture alliance/dpa

এটি বোরুসিয়া ডর্টমুন্ডের সপ্তম শিরোপা জয়৷ নুরেমবার্গের বিপক্ষে খেলায় সবদিক দিয়েই এগিয়ে ছিল ডর্টমুন্ড৷ ঘরের মাঠ, ৮০,৭২০ জন সমর্থক আর খেলোয়াড়দের জয়ের তৃষ্ণা৷ ফলে প্রথমার্ধেই নির্ধারণ হয়ে যায় জয়-পরাজয়৷ খেলার ৩২ মিনিটের মাথায় প্রথম গোল করেন লুকাস বোরিস৷ তার এগারো মিনিট পরেই ডর্টমুন্ডের পক্ষে গোলের ব্যবধান বাড়ান রবার্ট লেভানডোভস্কি৷ খেলা শেষ হয় ২-০ গোলে৷ এই জয়ের পর ডর্টমুন্ডের পয়েন্ট দাঁড়ায় ৭২৷ ৬৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে বায়ার লেভারকুজেন৷

শিরোপা জয়ের উল্লাসে কোচ ইয়ুর্গেন ক্লপসহ অন্যরা
ছবি: picture alliance/dpa

গত ১৪ বছরের মধ্যে ঘরের মাঠে এই প্রথম লেভারকুজনকে হারালো কোলন৷ ফলাফল ২-০৷ এই হারের ফলে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে যায় লেভারকুজেন৷ সেদলের কোচ ইয়োপ হাইংকেস জানিয়েছেন, বোরুসিয়ার এই শিরোপা প্রাপ্য৷ সেদলের খেলোয়াড়রা চলতি মৌসুমের অধিকাংশ সময় অসাধারণ ফুটবল খেলেছে৷

বোরুসিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, পুরো দলটি সমস্ত চাপ চমৎকারভাবে পাশ কাটিয়ে গেছে৷ আমরা আমাদের সবকিছু উজাড় করে লড়াই করেছি৷ এই অর্জনকে ভাষায় প্রকাশ করা অসম্ভব৷ বোরুসিয়া ডর্টমুন্ড দলের স্পোর্ট ডিরেক্টর মিশায়েল সর্ক এর ভাষায়, এটি ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য৷ এখানে বলে রাখা ভালো, তরুণ ডর্টমুন্ড দল কিন্তু গত অক্টোবর থেকেই বুন্ডেসলিগা আসরে শীর্ষ স্থান ধরে রেখেছিল৷ চলতি আসরের ৩২ টি খেলার ২২টিতে জয় পায় এই দল৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই