বৃষ্টির কষ্ট
অল্প বৃষ্টিতেই তলিয়ে যেতে দেখা যায় রাজধানী ঢাকা ও বন্দরনগীর চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সড়ক৷ জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পড়ে মানুষ৷
বান্দরবানে পানিবন্দি কয়েক হাজার পরিবার
টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে৷ এছাড়া জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে৷ সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকায়৷
জলাবদ্ধতা যেন স্বাভাবিক
ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতা যেন স্বাভাবিক ঘটনা৷ ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকা এবং বৃষ্টির দিনে যত্রতত্র অপরিকল্পিত নির্মাণকাজের কারণে প্রতিবছরই বর্ষায় জলাবদ্ধতা দেখা যায়৷
যানজট
বর্ষাকালে জলাবদ্ধতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে যানজটও৷ যানজট নিত্যসঙ্গী হলেও বর্ষার দিনে তা যেন ‘বোঝার উপর শাকের আঁটি’৷
চট্টগ্রামের অবস্থা শোষণীয়
একটু ভারি বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন সড়ক৷ কোমর কিংবা গলা পর্যন্ত পানিতে প্রতিবারই সংবাদের শিরোনাম হয় চট্টগ্রাম এলাকা৷
পাহাড়ের দুঃখ ধস
বৃষ্টিতে পাহাড়ি এলাকার ধসের কবলে পড়ে প্রতিবছরই হতাহতের ঘটনা ঘটে থাকে৷ এর বিপরীতে পাহাড়ের প্রতিবেশ রক্ষায় স্থানীয় কিংবা সরকারের তরফে নেই কোনো উদ্যোগ৷
অসচেতনতাই দায়ী
জলাবদ্ধতার জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকার পাশাপাশি মানুষের অবহেলা আর অসচেতনতা অনেকাংশে দায়ী৷ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখাইতো আমাদের বহুদিনের চর্চিত অভ্যেস৷