1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেকহ্যাম ক্লাব খুলতে চান

৩১ অক্টোবর ২০১৩

মার্কিন মুল্লুকের মেজর সকার লিগের সঙ্গে বেকহ্যামের চুক্তির অঙ্গ ছিল একটি শর্ত যে, তিনি এ বছরের ডিসেম্বরের মধ্যে ডিসকাউন্ট দরে কোনো এমএলএস ক্লাব কিনতে পারবেন৷ সেক্ষেত্রে বেকহ্যামের চোখ ছিল গোড়া থেকেই মিয়ামির উপর৷

https://p.dw.com/p/1A962
Paris Saint-Germain's British midfielder David Beckham reacts during the French L1 football match Troyes vs Paris Saint-Germain on April 13, 2013 at the Aube Stadium in Troyes. Paris won 0-1. AFP PHOTO / FRANCK FIFE (Photo credit should read FRANCK FIFE/AFP/Getty Images)
ছবি: F. Fife/AFP/Getty Images

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে দু'দুবার এমএলএস খেতাব পেতে সাহায্য করেছেন৷ এটা ছিল বেকহ্যামের ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে৷ ইতিপূর্বে দুনিয়ার মানুষ বেকসকে চিনতে এবং ভালোবাসতে শেখে ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ এবং এসি মিলান-এর হয়ে তাঁর খেলা দেখে৷ শেষমেষ প্যারি সাঁ-জার্মাঁয় শেষবারের মতো ক্লাবের জার্সি গায়ে চড়িয়ে বেকস সক্রিয় ফুটবল থেকে অবসর নেন মাত্র কয়েক মাস আগে৷ তখন বোধহয় তাঁর মনে পড়ে, হাতে এমএলএস-এর কন্ট্র্যাক্টটা তো রয়েছে? মাত্র আড়াই কোটি ডলারে একটা নতুন এমএলএস ক্লাব খোলার কন্ট্র্যাক্ট৷

কাজেই জুন মাসে বেকসকে মিয়ামি অঞ্চলের স্টেডিয়ামগুলো ট্যুর করতে দেখা যায়৷ তার মধ্যে ন্যাশনাল ফুটবল লিগ-এর মিয়ামি ডলফিনস ক্লাবের সান লাইফ স্টেডিয়ামটি ছিল – যেখানে অ্যামেরিকান ফুটবল, অর্থাৎ রাগবি ফুটবল খেলা হয়৷ সেভাবে তিনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টেডিয়ামও দেখেছেন৷ অন্যদিকে বেকহ্যামের প্রতিনিধিরা নাকি শুধুমাত্র ফুটবল খেলার জন্য একটি আনকোরা নতুন স্টেডিয়াম গড়ার জমি দেখছেন৷ সে জমিও নাকি ‘‘আর্বান কোর'', অর্থাৎ শহর এলাকার একেবারে মাঝখানে হওয়া চাই৷

epa03563044 British football player David Beckham poses during a news conference to announce signing with Paris Saint Germain football club, at the Parc des Princes stadium in Paris, France, 31 January 2013. EPA/IAN LANGSDON
বেক স্বয়ং স্থানীয় কর্মকর্তা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কথাবার্তা বলছেনছবি: picture-alliance/dpa

বেকস স্বয়ং স্থানীয় কর্মকর্তা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কথাবার্তা বলছেন৷ প্রথমেই মেজর লিগ সকার: তাদের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে, এমএলএস-এর একটি নতুন দলের মালিকানা নিয়ে বেকহ্যামের সঙ্গে কথাবার্তা চলেছে৷ অপরদিকে বেকহ্যাম মিয়ামি-ডেইড কাউন্টির মেয়র কার্লোস গিমেনেজ-এর সঙ্গে মিলিত হয়েছেন৷ যেমন তিনি বলিভিয়ান কোটিপতি মার্সেলো ক্লাউরের সঙ্গেও আলাপ-আলোচনা করেছেন৷ এখানে বলা যেতে পারে, ২০০৯ সালে ক্লাউরে একটি এমএলএস দলকে মিয়ামিতে আনার ব্যর্থ প্রচেষ্টা করেন৷ এখন তিনি বেকহ্যামের প্রচেষ্টায় সহযোগী হতে পারেন৷ ওদিকে ইটালিয়ান ফাইন্যান্সিয়ার আলেস্সান্দ্রো বুতিনি নাকি মিয়ামি ফ্র্যাঞ্চাইজের জন্য বেকহ্যামের প্রতিদ্বন্দ্বী হতে পারেন৷

যাই হোক, বেকস-এর টিম মাঠে নামলে সেটি হবে মেজর লিগ সকারের ২০ কিংবা ২১তম দল, কেননা এমএলএস-এ ইতিমধ্যেই ১৯টি দল রয়েছে এবং ২০১৫ সালে যুক্ত হচ্ছে নিউ ইয়র্ক সিটি এফসি: এই ক্লাবটি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি এবং মার্কিন মেজর লিগ বেসবলের নিউ ইয়র্ক ইয়্যাংকিস দলটির যৌথ উদ্যোগে সৃষ্ট৷

খেয়াল করেছেন, আজকাল খেলাধুলা নিয়ে লেখা অতি সহজেই ব্যবসা-বাণিজ্যের পাতাতেও ফেলা চলে?

এসি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য