1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী মুক্তিযোদ্ধা আরতি ধর

১৭ আগস্ট ২০১১

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর৷ সিলেটে জন্ম হলেও বেশ ছোট থেকেই ভারতে গিয়ে গানের জগতে বিচরণ শুরু করেন তিনি৷ মুক্তিযুদ্ধের সময় গানে-গানে লাখো বাঙালির প্রাণে জাগিয়েছিলেন স্বাধীনতার নেশা৷

https://p.dw.com/p/12I4e
microphone; mic; music; radio; fm; broadcast; telecommunication; retro; live; concert; entertainment; to sing; vintage; to entertain; club; celebrity; voice; air; audience; audio; background; band; chrome; classic; clipping; closeup; dance; disco; discotheque; dj; elvis; entertain; equipment; gear; headphones; holiday; instrument; isolated; jazz; jockey; karaoke; mc; mike; mix; mp3; musical; old; party; path; perform; performance; phones; pop; professional; record; rock; show; shure; sing; singer; song; sound; speak; speech; spin; stage; studio; talk; technology; text; tonight; tv; volume; white
গানের মাধ্যমেই বাঙালির মনে স্বাধীনতা ও মুক্তির প্রেরণা জাগিয়ে তোলেন আরতি ধরছবি: Fotolia/U.P.images

১৯৪৫ সালে সিলেটে জন্ম শিল্পী আরতি ধরের৷ পিতা বনবিহারী ধর৷ মাতা শুধারানী ধর৷ ছোট থেকেই গানের প্রতি প্রগাঢ় ঝোঁক ছিল তাঁর৷ তার সাথে ছিল বাবা-মার উৎসাহ এবং সহযোগিতা৷ তাই ভারতে গিয়ে বড়মাপের সংগীত গুরুর কাছে গান শেখার সুযোগ হয় তাঁর৷ পাশাপাশি লেখাপড়াও করেন ভারতে৷ কলেজ জীবন শেষ করে দেশে ফিরে সংগ্রামী চেতনার গান পরিবেশন করে লাখো বাঙালির মনে স্বাধীনতা ও মুক্তির প্রেরণা জাগিয়ে তোলেন৷ ১৯৬২ সাল থেকেই বেতারের নিয়মিত শিল্পী হিসেবে গান গাওয়া শুরু করেন৷ এরপর ঢাকা থেকে টেলিভিশন সম্প্রচার শুরু হলে ১৯৬৬ সাল থেকে টেলিভিশনে গান গাইতেন আরতি৷ গণমুক্তি শিল্পী গোষ্ঠীর সাথেও সক্রিয়ভাবে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতেন তিনি৷

ফলে ২৫ মার্চ পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু হলে আরতি ধরও ছিলেন পাক সেনা ও তাদের দোসরদের কড়া নজরে৷ বেশ কয়েকবার তাঁর বাড়ির সামনেই পাক সেনাদের গাড়ি এসে থেমেছে৷ পাকিস্তানি সেনা কর্মকর্তারা এসে আরতির বাড়িতে তাঁর খোঁজ করেছে৷ তবে শেষ পর্যন্ত তাদের চোখে ধুলো দিয়ে কৌশলে রক্ষা পান আরতি৷ সান্ধ্য আইন শিথিল হলে বৃদ্ধ বাবার সাথে মণিপুরি পাড়ায় গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকেন তিনি৷ পরে করিমগঞ্জ দিয়ে ভারতে পাড়ি জমায় আরতি ধরের পরিবার৷

08: A man wears the Bangladesh cricket team’s jersey. About 80 percent of the Biharis were born in Bangladesh and consider themselves as Bangladeshis. DW/ Das Februar 2011 Bangladesch
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা এখনও মিলিয়ে যায় নিছবি: DW

পথে পাক সেনাদের নাগালের মধ্যে পড়ে গেলেও কীভাবে রক্ষা পান সেকথা জানালেন ডয়চে ভেলের কাছে৷ আরতি বলেন, ‘‘পথের মধ্যে একদিন সন্ধ্যা হয়ে গেছে৷ বাবা সাথে ছিলেন৷ একটা ভাঙা সেতুর নিচ দিয়ে পার হতে হবে৷ হঠাৎ শুনতে পেলাম পাক সেনারা এদিকে আসছে৷ সেখানে আমরা প্রায় আটকা পড়ে গিয়েছিলাম৷ তারপর কোন রকমে তাদের চোখে ফাঁকি দিয়ে পাশের একটা বাড়িতে আমরা বেশ কয়েকজন লুকিয়ে থাকলাম৷ সেখান থেকেই দেখতে পেলাম, পাক সেনারা সেখান দিয়ে সামনে এগিয়ে গেল৷''

ভারত গিয়ে আবার মিলিত হন তাঁর আগের শিল্পী গোষ্ঠীর সদস্যদের সাথে৷ তাঁরা একসাথে আবার শিল্পী গোষ্ঠীর কাজ শুরু করেন৷ মুক্তিযুদ্ধের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন চার নম্বর সেক্টরে ফরিদ গাজির নেতৃত্বে৷ বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন আরতি এবং তাঁর সহকর্মীরা৷ সেসব অর্থ মুক্তিযোদ্ধাদের শিবিরে পৌঁছে দিতেন যুদ্ধের প্রয়োজনে ব্যবহারের জন্য৷ সেসময়ের উদ্দীপনামূলক গানগুলো সম্পর্কে আরতি বলেন, ‘‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো গাইতাম আমরা৷ তখন তো সবার মুখে মুখে ছিল গানগুলো৷ যেমন স্বাধীন স্বাধীন দিকে দিকে, জয় বাংলা বাংলার জয়, শোন এক মুজিবুরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠে, নোঙর তোল তোল, সময় যে হলো হলো - এই গানগুলিই করতাম বেশি৷'' সীমান্ত এলাকায় গান পরিবেশন করতে গিয়ে একদিন বেশ রাত হয়ে যায়৷ হঠাৎ দলছুট হয়ে পড়েন আরতি৷ শেষ পর্যন্ত সেই রাতে আর শিবিরে ফিরতে পারেননি৷ বরং এক বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটাতে হয়েছে আরতি এবং তাঁর বাবাকে৷

http://en.wikipedia.org/wiki/File:BDP.jpg A Selection of Pamphlets on Bangladesh's Independence Movement. In the fast breaking events of 1971-1972, in which a movement for independence exploded in what was then West Pakistan, the Pakistan authorities attempted to suppress the movement by military force. When India moved in to settle the issue, the Library's New Delhi Field Office was able to get pamphlets from all parties putting forward their positions. As is true for collections of pamphlets on many other subjects that would not each merit individual cataloging, these items have been preserved and cataloged as a collection so that future scholars may study the events and propaganda battle. (Southern Asian Pamphlet Collection, Asian Division)
ফরিদ গাজির নেতৃত্বে মুক্তিযুদ্ধের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এই কন্ঠসৈনিকছবি: Public domain

দেশ স্বাধীন হওয়ার পর আবারও বেতার এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন৷ বিশেষ করে সিলেটের আঞ্চলিক গান, বাবা শাহজালালকে নিয়ে ভক্তিমূলক গান এবং হাসন রাজার গানে তাঁর রয়েছে বিশেষ খ্যাতি৷ লন্ডন, কাতার, আবুধাবি, দুবাই, বাহরাইনসহ বিশ্বের বিভিন্ন দেশে হাসন রাজার গান গাইতে গিয়েছেন তিনি৷ ২০১০ সালের ডিসেম্বরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৮ জন শিল্পী ও শব্দসৈনিককে সম্মাননা জানানো হয়৷ সেখানে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের কাছ থেকে সম্মাননা পদক গ্রহণ করেন আরতি ধর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান