বৈরুত বিস্ফোরণ : দ্রোহে, শোকে এক সপ্তাহ
বৈরুত বিস্ফোরণের সপ্তাহ পূর্তিতে প্রজ্বলিত মোমবাতি আর প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন হাতে রাস্তায় নেমেছিলেন কয়েক হাজার ক্ষুব্ধ, শোকার্ত মানুষ৷ দেখুন ছবিঘরে...
মৃতের সংখ্যা বাড়ছে
বৈরুতের এক গুদামে রাখা রাসায়নিক বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ১৭১ জন নিহত, ছয় হাজারের বেশি আহত এবং তিন লাখ মানুষ ঘরছাড়া হয়েছে৷
বিক্ষোভ তীব্রতর
আগে থেকেই সরকারবিরোধী বিক্ষোভ চলছিল লেবাননে৷ তবে ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণের পর বিক্ষোভ তীব্রতর হয়েছে৷ বিক্ষোভকারীরা মনে করেন, বিস্ফোরণের জন্য সরকারের গাফলতি এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দুর্নীতি দায়ী৷ এ কারণে সরকারের পদত্যাগের দাবিও তোলেন তারা৷
পদত্যাগের হিড়িক
বিক্ষোভের মুখে দেশ পরিচালনায় নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও অন্তত তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন৷
বিস্ফোরণের সপ্তাহ পূর্তি
১১ আগস্ট, মঙ্গলবার বৈরুত বিস্ফোরণের এক সপ্তাহ পূর্ণ হয়৷ সপ্তাহ পূর্তিতে প্রজ্বলিত মোমবাতি আর প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন হাতে রাস্তায় নামেন ক্ষুব্ধ, শোকার্ত মানুষ৷ ছবিতে বিস্ফোরণে স্বজন হারানো দু’জনের কান্না৷
বিক্ষুব্ধ জনতা
মঙ্গলবার বৈরুত বন্দর এলাকায় বিক্ষুব্ধ, শোকার্ত জনতার স্রোত নামে৷ ৪ আগস্ট সেখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল৷
মোমবাতি জ্বালানো
বিস্ফোরণে নিহতদের স্মরণে মোমবাতি জ্বালাচ্ছেন এক নারী৷
‘খুনী সরকার’
এক বিক্ষুব্ধ তরুণের হাতে প্ল্যাকার্ড, সেখানে লেখা, ‘‘আমার সরকার আমার মানুষদের হত্যা করেছে৷’’
অশ্রুসিক্ত নান
একক গির্জার নানরাও অংশ নিয়েছেন বিক্ষোভ আর শোক মিছিলে৷ কান্নায় ভেঙে পড়েছেন তাদের একজন৷
গান শেষ...
একজনের হাতের প্ল্যাকার্ডে বিস্ফোরণে নিহত প্রিয়জনের ছবি, ছবির ওপরে লেখা ‘‘গান শেষ হয়েছে, তবে সুর এখনো বাজছে... পরপারে শান্তিতে থাকো৷’’
পতাকায় শোক
মঙ্গলবার বিস্ফোরণ স্থলে উড়েছে এই পতাকা৷ নিহতদের প্রতি শোক জানাতে লেবাননের এই পতাকাতেও দেয়া হয়েছে কালো দাগ৷