1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বোর্ড প্রেসিডেন্ট কেন এত কথা বলেন এটাই প্রশ্ন!'

২৯ অক্টোবর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মাঠের বাইরে যত কথা তাতে সবচেয়ে এগিয়ে আছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তার কথা সীমানা ছাড়িয়ে যায়, ‘খালেদ মুহিউদ্দীন জানতে চাই' অনুষ্ঠানে এমন কথা বলেছেন আলোচকরা৷

https://p.dw.com/p/42MXA
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মাঠের বাইরে যত কথা তাতে সবচেয়ে এগিয়ে আছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তার কথা সীমানা ছাড়িয়ে যায়, ‘খালেদ মুহিউদ্দীন জানতে চাই' অনুষ্ঠানে এমন কথা বলেছেন আলোচকরা৷
ছবি: DW

শুক্রবার ‘বাংলাদেশ ক্রিকেটের দুরবস্থার দায় কার'- শীর্ষক এই টকশোতে অংশ নেন তিনজন অতিথি- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ফারুক হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র ও মোস্তফা মামুন৷ মাঠের বাইরে বোর্ড প্রেসিডেন্ট, খেলোয়াড় এমনকি পরিবারের সদস্যদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উৎপল শুভ্র ও মোস্তফা মামুন দু'জনই বাছাই পর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর টস নিয়ে বোর্ড প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করেন৷

মোস্তফা মামুন বলেন, ‘‘মাঠের বাইরে থেকে সবচেয়ে বড় শট খেলেছেন নাজমুল হাসান পাপন৷ তিনি কেন এত কথা বলেন সেটাই আমার প্রশ্ন৷ ওনার কথা সীমানা ছাড়িয়ে যায়৷''

বাংলাদেশের খেলার ব্যর্থতার দায়ও মোটা দাগে ক্রিকেট বোর্ডের ওপর বর্তায় বলে মনে করেন আলোচকরা৷ উৎপল শুভ্র বলেন, কিছু সাফল্য থাকলেও সাবের হোসেন চৌধুরীর পরের প্রেসিডেন্টরা খুব ভালো করতে ব্যর্থ হয়েছেন৷

‘‘নাজমুল হাসান পাপনের ভালোবাসাও জাতীয় দল কেন্দ্রিক৷ এটা ভয়ের জায়গা,'' বলেন তিনি৷ ক্রিকেট নিয়ে তৃণমূল পর্যায়ে ভালো কাজ করা হয় না বলে মনে করেন আলোচকরা৷ ‘‘বেসিক বিষয়গুলো নিয়ে যদি কাজ না করি, তাহলে যতবার দল জিতবে আমরা লাফাবো, যতবার হারবে ততবার দুঃখ পাবো,'' বলেন শুভ্র৷ 

জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘‘অনেক জিনিস হয়তো খুব ভালোভাবে চলছে না৷ বর্তমান প্রেসিডেন্টের অধীনে ওয়ানডেতে কিন্তু খারাপ করছে না৷ সাফল্য কিছু আছে৷ তবে অনেক জায়গা আছে, সেগুলো যদি ইমপ্রুভ না করি, তাহলে কাজ হবে না৷''

বোর্ডে একাধিক পক্ষ নিজেদের স্বার্থে দলের হারজিত নিয়ে নানা কথা বলছে উল্লেখ করে ফারুক বলেন, ‘‘এখন দুই তিনটা পক্ষ তৈরি হয়ে গেছে৷ বোর্ড থেকে কোন উচ্চপদস্থ কর্মকর্তা যখন ডিরেক্টলি বলেন, তখন ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়৷''

আলোচকরা অভিযোগ করেন, বর্তমান বোর্ডে বড়লোকের পরিবারের লোকেরা সদস্য হন৷ তৃণমূলের সংগঠকরা এর সদস্য হন না৷ রাজনৈতিক বিবেচনায় তৃণমূলেও ক্রিকেটের সংগঠক নির্বাচিত হন৷ তাই সত্যিকার ক্রিকেটপ্রেমীরা হারিয়ে গেছেন৷ মোস্তফা মামুন বলেন, ‘‘যদি ক্রিকেট বোর্ডে সত্যিকারের নির্বাচন হয়, সেই সত্যিকারের নির্বাচনের মাধ্যমে যদি পাপনও জেতেন, তাহলে তিনিও সিরিয়াস হবেন৷ বোর্ড সদস্যদের নিজেদের প্রমাণ করে নির্বাচিত হতে হবে৷'' 

বাংলাদেশের টি-টোয়েন্টি দল এখনো ওয়ানডে দলের ছায়ায় রয়ে গেছে উল্লেখ করে আলোচকরা এবারের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজাবার পরামর্শ দেন৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন৷

জেডএ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য