ব্রাজিলে জঙ্গল কাটায় ম্যালেরিয়া বাড়ছে
১৮ জুন ২০১০যে গবেষকরা বিষয়টি নিয়ে কাজ করেছেন, তাদের মধ্যে ছিলেন উইস্কনসিন বিশ্ববিদ্যালয়ের সারা অলসন৷ তিনি বলছেন, যে সব পরিবেশগত কারণ থেকে একটি ম্যালেরিয়া মহামারী শুরু হতে পারে, তাদের মধ্যে বন কাটা হল অন্যতম৷ ওদিকে ব্রাজিলে শুধুমাত্র ১৯৯৮ থেকে ২০০৭ সালের মধ্যে প্রতিবছর ১৯,০০০ বর্গ কিলোমিটার জঙ্গল কাটা হয়েছে৷
ম্যালেরিয়াকে মহামারী বলায় যাদের আপত্তি আছে, তাদের বলা যেতে পারে যে, প্রতি বছর বিশ্বে প্রায় ৮,৬০,০০০ মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারান৷ ব্রাজিলে বছরে প্রায় পাঁচ লক্ষ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷ মার্কিন গবেষকরা ব্রাজিল এবং পেরুর জঙ্গলে মশকদের সংখ্যা নিয়ে গবেষণা করেছেন; আমাজন অঞ্চলে কতোটা বনানী আছে বা উধাও হয়েছে, স্যাটেলাইট ছবি থেকে তার হিসাবনিকাশ করেছেন; এবং পরে ঐ সব অঞ্চলের স্বাস্থ্য দপ্তরের নথিপত্র ঘেঁটে ম্যালেরিয়া রোগীদের পরিসংখ্যান নিয়েছেন৷ বলতে কি, গবেষকদের ম্যালেরিয়া সংক্রান্ত তথ্য এ্যাতোই বিশদ যে, জিপিএস দিয়ে রোগীরা ঠিক কোথায় বাস করে, তা'ও দেখানো সম্ভব হয়েছে৷
এভাবেই দেখানো সম্ভব হয়েছে যে, ১৯৯৭'এর অগাস্ট থেকে ২০০১ সালের অগাস্টের মধ্যে ৪.২ শতাংশ বন কাটা বাড়ার সঙ্গে অপরদিকে ৪৮ শতাংশ ম্যালেরিয়া বৃদ্ধিকে যুক্ত করা যায়৷ কেন? ম্যালেরিয়া বাহী আনোফিলিস ডার্লিং মশা ডিম পাড়ে রাস্তার ধারের খানাখন্দে, বাঁধের ধারে, খনিগর্ভে, এমনকি লরীর টায়ারের দাগে৷ এ সবই বন কেটে বসতের লক্ষণ৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আরাফাতুল ইসলাম