ব্লগার ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি
১৭ অক্টোবর ২০১৫ব্লগার ইমরান এইচ সরকারকে হুমকি দেয়ার ঘটনা এবারই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি৷ উগ্রপন্থিদের ‘হিট লিস্ট'-ও তাঁর নাম দেখা গেছে একাধিকবার৷ তবে সেসব হুমকিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি৷ কিন্তু এবার হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন ইমরান এইচ সরকার৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, হুমকির মিছিলের সঙ্গে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে বাংলাদেশে৷ তাই এবার পুলিশের সহায়তা নিচ্ছেন তিনি৷
ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে মাঝেমাঝে লেখেন ইমরান৷ তিনি জানান, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে হুমকি দেয়া হয়েছে সেটির সঙ্গে ‘ইসলামিক স্টেট'-এর সম্পৃক্ততা রয়েছে৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন পাতা এবং গ্রুপে সদস্যপদ রয়েছে অ্যাকাউন্টটির৷
প্রসঙ্গত, চলতি বছর চারজন ব্লগার এবং দু'জন বিদেশি খুন হয়েছেন বাংলাদেশে৷ এ সব হত্যাকাণ্ডের মধ্যে মিল খুঁজে পেয়েছে সরকার৷ ইমরান এইচ সরকার মনে করেন, এগুলো সবই উগ্রপন্থিদের কাজ৷ জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' বা আইএস বাংলাদেশে সরাসরি কাজ না করলেও, এ সমস্ত হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তারা জঙ্গি গোষ্ঠীটির মতাদর্শী৷ আর সরকার ব্লগার হত্যাকাণ্ডের বিচার না করে বরং তাদের বক্তব্যে বিভিন্নভাবে হত্যাকারীদের সমর্থন জানিয়েছে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটিয়েছে, মনে করেন তিনি৷
শনিবার বিকেলে শাহবাগ থানায় হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন ইমরান৷ তাসত্ত্বেও পুলিশ তাঁকে নিরাপত্তা দেয়ার কোনো উদ্যোগ এখনো নেয়নি বলে জানিয়েছেন তিনি৷ তবে হুমকির ব্যাপারটি তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ৷
ব্লগার ইমরান এইচ সরকার মনে করেন, উগ্রপন্থিদের দমনে সরকারের কঠোর উদ্যোগ নেয়ার সময় এসেছে৷ অন্যথায় বাংলাদেশে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে৷
ইমরানকে হত্যার হুমকির বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷