ভাইরাল হতে গিয়ে যত কাণ্ড, গ্রেপ্তার, মৃত্যু
সামাজিক মাধ্যমের যুগ শুরুর পর মানুষ, বিশেষ করে তরুণদের মধ্যে ভাইরাল হওয়ার প্রবণতা শুরু হয়েছে৷ এজন্য নানা কাণ্ড করতে গিয়ে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে মৃত্যুও হচ্ছে৷
ছাত্রীদের গালাগাল করে টিকটক ভিডিও বানানোয় গ্রেপ্তার
কুমিল্লায় স্কুলছাত্রীদের অশালীন ভাষায় গালাগালি করে টিকটক করায় ২০ আগস্ট আতিক ডন ও মো. হৃদয় নামের দুইজনকে আটক করে পুলিশ৷ গোমতা ইসহাকিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের অশ্লীল ভাষায় গালাগালি করে ধারণ করা ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল৷
শিশুর মুখে সিগারেট চেপে ধরে গ্রেপ্তার
২০২২ সালে মালয়েশিয়ায় এক শিশুর মুখে ই-সিগারেট গুঁজে দেয়ার ভিডিও ভাইরাল হয়েছিল৷ পরে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ ঐ যুবক তার বন্ধুর বোনের সন্তানের সঙ্গে এই কাজ করেন৷ ঘটনার দিন ঐ যুবক বন্ধু ও বন্ধুর দুই বোনের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন৷ একসময় মজা করে শিশুর মুখে ই-সিগারেট চেপে ধরেন৷ ওই দৃশ্য ভিডিও করেন শিশুটির খালা৷ সেই সময় মা কাছে ছিলেন না৷ পরে ভিডিও দেখে ক্ষুব্ধ হয়ে পুলিশে অভিযোগ করেছিলেন৷
রিল ভিডিও করতে গিয়ে গ্রেপ্তার
ভারতের উত্তরপ্রদেশে গত জানুয়ারিতে ২২ বছর বয়সি এক তরুণ রেলের লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে টেডি বিয়ার সেজে নানা রকমের অঙ্গভঙ্গি করছিলেন৷ সেই সময় তার পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছিল৷ সেখানে কোনো রক্ষীও ছিলেন না৷ জনপ্রিয় হওয়ার জন্য রিল ভিডিও বানাতে এই কাজ করেছিলেন তিনি৷ পরে ভিডিওটি ভাইরাল হলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিল আজকাল পত্রিকা৷
৪৫ তলা থেকে চেয়ার ছুড়ে আটক
২০১৯ সালে ক্যানাডার টরন্টোর এক ভবনের ৪৫ তলার এক ফ্ল্যাট থেকে নীচে চেয়ার ছুড়ে মেরেছিলেন ১৯ বছর বয়সি ইনস্টাগ্রাম মডেল মার্সেলো জোয়া৷ চেয়ারটি একটি চলন্ত গাড়ির সামনে পড়েছিল৷ একটুর জন্য ভয়ংকর কোনো দুর্ঘটনা ঘটেনি৷ সেই ঘটনার ভিডিও তিনি ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন৷ ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়েছিল৷
অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে মৃত্যু
টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মাঝেমধ্যে কেউ একজন চ্যালেঞ্জ ছুড়ে দেন৷ এরপর ব্যবহারকারীরা তা গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েন৷ এতে অনেকের মৃত্যুও হচ্ছে৷ যেমন টিকটকের ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জে’ (একধরনের দম বন্ধ করা গেম) অংশ নিতে গিয়ে অন্তত ১,৩৮৫ জনের মৃত্যুর খবর দিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান এরিকস কজ৷ জুডি রগ নামে একজন এটি প্রতিষ্ঠা করেন৷ তার ছেলে এমন এক চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে মারা যায়৷