আদালতে অভিযুক্তরা
৭ জানুয়ারি ২০১৩সোমবার এই প্রথমবারের মতো দিল্লি ধর্ষণকাণ্ডের পাঁচ আসামিকে দিল্লির আদালতে পেশ করা হয়৷ আদালত কক্ষে তখন তিল ধারণের জায়গা নেই৷ তাই মামলার সঙ্গে যুক্ত নন, এমন আইনজীবী এবং মিডিয়ার লোকজনদের আদালত কক্ষ থেকে চলে যেতে বলেন মহিলা বিচারক নম্রতা আগরওয়াল৷ বিচার সংক্রান্ত কোনো তথ্য বা নথি আদালতের বিনা অনুমতিতে প্রকাশ না করার নির্দেশও দেন তিনি৷
অভিযুক্তদের আদালতে আনার পরবর্তী তারিখ ধার্য করেন ১০ই জানুয়ারি৷ সেদিন থেকে শুনানি হবে গোপনে৷ আসামিদের নিরাপত্তার কারণে দিল্লি পুলিশের অনুরোধেই এই সিদ্ধান্ত৷ ষষ্ঠ আসামিকে পাঠানো হয় জুভেনাইল জাস্টিস বোর্ডে৷ কারণ সে প্রাপ্তবয়স্ক নয়, এমনটাই দাবি৷
অভিযুক্তদের হয়ে যে দুয়েকজন আইনজীবী দাঁড়াতে চান, আদালত চত্বরে তাঁদের সঙ্গে বাকবিতন্ডা হয় অন্যান্য আইনজীবীদের, যাঁরা তাঁদের আসামিপক্ষে দাঁড়াতে আপত্তি করেন৷ পাঁচজন আসামির মধ্যে দু'জন রাজসাক্ষী হতে চায়৷ তাই তাঁদের আইনজীবীর দরকার হবে না, উপরন্তু তাঁদের লঘু শাস্তি হতে পারে৷
অন্যদিকে, ধর্ষিতা ও মৃতা যে তরুণীকে নিয়ে দেশ তোলপাড়, যাঁকে নানা নামে ডাকা হচ্ছে – কখন দামিনী, কখন আমানত, কখন ব্রেভহার্ট৷ তাঁর আসল নাম প্রকাশে অবশেষে এগিয়ে এসেছেন তরুণীর বাবা স্বয়ং৷ বলেছেন, ‘‘বিশ্ববাসী জানুক আমার মেয়ের নাম৷ মেয়ের জন্য আমি গর্বিত৷ এতে ভবিষ্যতে মেয়েরা সাহস পাবে৷''
কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর মেয়েটির নাম প্রকাশের পক্ষে মত প্রকাশ করে বলেছিলেন ধর্ষণ-বিরোধী আইনের নামকরণ করা হোক মেয়েটির নামে৷ সরকার অবশ্য এতে আপত্তি জানিয়েছিলেন এই কারণে যে, ভারতে ধর্ষিতার নাম প্রকাশ বেআইনি৷ তবে ধর্ষিতা নিজে বা তাঁর পরিবার যদি চায়, তাহলে তাঁরা নাম জানাতে পারেন৷ কয়েকটি সংবাদ মাধ্যমে অবশ্য তাঁর নাম বলা হচ্ছে জ্যোতি সিং পান্ডে৷ তাই এনেকেই তাঁকে সম্বোধন করছে ‘ভারতজ্যোতি' বলে৷ জানা গেছে, মেয়েটির পরিবার থাকে উত্তর প্রদেশের বালিয়ায়৷ মেয়েটির লেখাপড়া এই দিল্লিতে৷
মহিলাদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোটা দেশে প্রতিবাদ মিছিল অব্যাহত৷ এই দাবিতে দিল্লিতে কয়েকজন ১৩ দিন ধরে অনশনে রয়েছেন৷ তাঁদের একজনের অবস্থা খারাপ হওয়ায়, পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়৷
ধর্ষণকাণ্ড নিয়ে সারা দেশ তোলপাড় হলেও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে যথারীতি৷ ১৬ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত মোট ২৮টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালায়৷