পরবর্তী রাষ্ট্রপতি
২৩ মে ২০১২সরকারিভাবে রাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম চুড়ান্ত না হলেও বিভিন্ন নাম নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক অলিন্দে৷ এখন পর্যন্ত কোন দল ঝেড়ে কাশছে না৷ শুধু ইঙ্গিত দিয়ে চলেছে৷ কংগ্রেসের আঙুল অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির দিকে৷
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্থির করতে আজ দিল্লিতে আলোচনায় বসেন চার বাম দলের নেতারা৷ স্থির হয়, চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে অন্যান্য সম-মনোভাবাপন্ন ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে বাম নেতারা আলোচনায় বসবেন৷ সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি মনে করেন, শাসক দল কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা করতে যত দেরি করবে, ততই জল্পনা বাড়বে৷
রাষ্ট্রপতি পদের জন্য নতুন প্রার্থী হিসেবে উঠে এসেছেন সংসদের প্রাক্তন স্পিকার উত্তর-পূর্বাঞ্চলের উপজাতি নেতা পি.এ সাংমা৷ সমর্থন আদায়ের জন্য দক্ষিণী রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এআইএডিএমকে নেত্রী জয়ললিতার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷ জয়ললিতা তাঁকে সমর্থন করবেন বলে জানিয়েছেন৷
ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়কও পি.এ সাংমাকে সমর্থন দেবার কথা বলেছেন৷ বলেছেন সাংমা অতি যোগ্য উপজাতি নেতা হিসেবে রাষ্ট্রপতি পদের উপযুক্ত৷ সিপিআই শীর্ষ নেতা এ.বি বর্ধন মনে করেন, উপজাতি বা এই ধরনের যোগ্যতা রাষ্ট্রপতি পদের যোগ্যতার একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়৷
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে শরিক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে একটা দরকষাকষি করতে চাইছে – এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ কংগ্রেসের পক্ষে সর্বসম্মত প্রার্থী দেয়াটা কঠিন হবে সন্দেহ নেই৷ তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনের নাম তুলেছেন৷ সংসদের বর্তমান স্পিকার মীরা কুমার, পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে আবদুল কালাম৷
কংগ্রেস প্রার্থীকে মুলায়েম সিং-এর সমাজবাদী পার্টি, মায়াবতীর বিএসপি এবং লালু যাদবের আরজেডি দল যে সমর্থন দিতে পারে, তার ইঙ্গিত স্পষ্ট৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: সঞ্জীব বর্মন